Going to work? Know which make-up items to keep with

Makeup hacks: কাজে বেরোচ্ছেন? জানুন মেক-আপের কোন কোন সামগ্রী সঙ্গে রাখবেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তাড়াহুড়ো করে বেরোনোর থাকলে ঠিকমতো মেক-আপ করাই হয় না। সময়মতো পৌঁছনোও যেমন দরকার, তেমনই ঠিকমতো সাজগোজ করারও প্রয়োজন আছে। অনেক সময়ে এমন হয় যে, গাড়িতে বসে কিংবা অফিসে ঢুকে মেক-আপ করে নিলেন। তার জন্য ব্যাগে কয়েকটি জিনিস থাকা দরকার। এগুলি নানা ভাবে ব্যবহার করা তো যাবেই এবং সাজও সম্পূর্ণ হবে।

বাদামি কাজল

সাধারণত কালো কাজলই আমরা ব্যাগে রাখি। তবে বাদামি রাখাই সবচেয়ে সুবিধাজনক। চোখের কোল একটু স্পষ্ট করার জন্য এটা যেমন ব্যবহার করা যায়, তেমনই চোখে একটু স্মোকি ভাব আনার জন্য পাতার উপরে লাগানো যায়।

ফেস কিট

এমন একটি ফেস কিট কিনুন যার মধ্যে একটি প্যাকেই কন্সিলার ও প্রাইমার থাকে। যার ফলে একাধিক বাক্স ব্যাগে রাখতে হবে না। এখান থেকেই বেস, প্রাইমার ও কন্সিলার ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: Dark Underarms: বগলের কালো দাগ দূর হবে এক উপাদানেই

লিক্যুইড ইলিউমিনেটর

হাল্কা ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে মুখের উঁচু জায়গাগুলিতে ইলিউমিনেটর লাগালে একটি স্বাভাবিক ঔজ্জ্বল্য আসবে। চোখের পাতায় চকচকে ভাব আনতে আলাদা করে সামান্য ইলিউমিনেটর লাগান।

লিপস্টিক ও লিপগ্লস

লিপস্টিক ও লিপগ্লস আলাদা করে ব্যাগে না রেখে একই সঙ্গে এমন জিনিস কিনুন যাতে দুটোই রয়েছে। কারণ কোনও দিনের বেলা হল্কা অনুষ্ঠানের জন্য লিপগ্লস মানানসই। আবার ধরা যাক অফিস সেরে রাতে কোথাও পার্টিতে যাচ্ছেন, সেখানে লিপস্টিক লাগাতে পারেন। আবার কখনও দুটিই ব্যবহার করতে পারেন একসঙ্গে। লিপস্টিক লাগিয়ে উপরে গ্লস লাগিয়ে নিন। দেখতে সুন্দর লাগবে।

বাদামি ব্লাশ

একটু বাদামি কিংবা পোড়ামাটি ঘেঁষা রং দেখে ব্লাশ কিনুন। সেটা তবে অন্য কাজেও ব্যবহার করা যায়। ওই দিয়েই কন্টুরিং করা যাবে। আবার চোখের পাতা স্পষ্ট করতে হাল্কা করে সেখানেও লাগানো যাবে এই ব্লাশ।

আরও পড়ুন: Skin Care: রান্নাঘরে থাকা দুধ, বেসন, হলুদেই লুকিয়ে আপনার সৌন্দর্যের চাবিকাঠি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest