Fashion: Ways to wash and preserve silk sari properly

Fashion: সিল্কের শাড়ি সঠিকভাবে ধোয়া ও সংরক্ষণের উপায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সিল্কের শাড়ি পরতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে যেকোনো অনুষ্ঠানে পরার জন্য শাড়ি খুঁজতে গেলে সিল্কের শাড়ির দিকেই প্রথম নজর পড়ে।সিল্কের শাড়িও আবার নানা রকমের হয়। বেনারসি, কাঞ্জিভরম, বালুচরি, ভাগলপুরি, মুর্শিদাবাদী, তসর, বিষ্ণুপুরী, পৈঠানি, বোমকাইসহ আরও অনেক।

তবে সিল্কের শাড়ি ভালো রাখতে সঠিকভাবে এর সংরক্ষণ ও যত্নের প্রয়োজন হয়। সুতি বা তাঁতের শাড়ির মতো শুধু ধুয়ে ভাঁজ করে রাখলেই হয় না। জেনে নিন, কীভাবে সঠিক উপায়ে যত্নে রাখবেন সিল্কের শাড়ি-

সিল্কের শাড়ি আলমারিতে ঝুলিয়ে রাখবেন না। একটি সুতির কাপড়ে বা মসলিনের কাপড়ে মুড়ে তারপর আলমারির তাকে রাখুন।

একসঙ্গে দুটি শাড়ি কখনওই একটি কাপড়ে মুড়ে রাখবেন না। এতে শাড়ি নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে।

যেসব সিল্কের শাড়িতে জরির কাজ করা আছে; সেগুলো উল্টো করে ভাঁজ করে রাখুন। এতে জরি নষ্ট হবে না।

আলমারিতে অন্যান্য শাড়ি যেমন- শিফন বা জর্জেট বা পলিয়েস্টারের পাশে কখনওই সিল্কের শাড়ি রাখবেন না।

আরও পড়ুন: ৩ লাখি হ্যান্ডব্যাগ! ক্রপ টপ-কার্গো প্যান্টে চর্চায় সোনমের নয়া লুক

সিল্কের শাড়ি সঠিক উপায়ে ধোয়ার কৌশল-

সিল্কের শাড়ি কখনওই বাড়িতে কাচার চেষ্টা করবেন না। খুব ভালো হয় যদি সিল্কের শাড়িই ড্রাই ওয়াশ করাতে পারেন।

সিল্কের শাড়ি যদি কাচতেই হয় তবে ওয়াশিং মেশিনের বদলে হাতে কাচুন। প্রথমেই ঠান্ডা পানিতে অল্প শ্যাম্পু বা লিকুইড ডিটারজেন্ট গুলিয়ে সিল্কের শাড়ি ৫ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিন।

ধোয়ার পর জল ঝরাতে দিয়ে দিন। নিংড়ে-নিংড়ে সিল্কের শাড়ি শুকাবেন না। এই শাড়িগুলো ছায়ায় শুকাতে দিন। রোদে শুকোতে দিলে রং নষ্ট হয়ে যেতে পারে।

আরও পড়ুন: বর্ষায় কী পরবেন? জেনে নিন মনসুন ফ্যাশন ট্রেন্ড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest