Site icon The News Nest

চন্দ্রযান-২ থেকে আলাদা হয়ে গেল ল্যান্ডার বিক্রম, ধাপে ধাপে এগোচ্ছে চাঁদের দিকে

Chandrayaan 2

বেঙ্গালুরু: ইসরোর পরিকল্পনা মতোই চন্দ্রযান ২ আজ দুপুরে দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। এর অরবিটারকে তার কক্ষে রেখে আলাদা হয়ে গিয়েছে ল্যান্ডার বিক্রম। রোভার প্রজ্ঞানকে নিয়ে যা শুক্রবার গভীর রাতে চাঁদে নামবে। আগামিকাল ও পরশু, দু ধাপে বিক্রমকে চাঁদের আরও কাছের কক্ষপথে নিয়ে যাওয়া হবে। ইসরো জানাচ্ছে, এ দুপুর সওয়া একটায় বিক্রমকে অরবিটার থেকে আলাদা করা হয়েছে। উভয় অংশই ঠিকঠাক কাজ করছে। 

ইসরো জানিয়েছে, অরবিটার থেকে আলাদা হয়ে চাঁদের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে ‘বিক্রম’। লুনার সারফেস  অর্থাৎ চন্দ্রপৃষ্ঠ থেকে তার দূরত্ব এখন ১১৯ কিলোমিটার ও ১২৭ কিলোমিটার। দ্বিতীয় পর্যায়ে কক্ষপথের পরিবর্তন হবে ৪ সেপ্টেম্বর, দুপুর ৩টে থেকে ৪টের মধ্যে। এর ফলে চাঁদের মাটি থেকে তার দূরত্ব কমে দাঁড়াবে ১০০ কিলোমিটারে। দু’টি ধাপ সম্পূর্ণ হওয়ার পর প্রদক্ষিণরত অবস্থাতেই চন্দ্রপৃষ্ঠের স্ক্যানিং করবে বিক্রম। সব কিছু ঠিক থাকলে ৭ সেপ্টেম্বর রাত ১টা ৩০ মিনিট থেকে ২টো ৩০ মিনিটের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে ‘সফট ল্যান্ডিং’ করবে ‘বিক্রম’।

দক্ষিণ মেরুর কাছে বিক্রম নামবে, এটা ঠিক হয়ে আছে। কিন্ত ঠিক কোথায়, কোন কোন গহ্বরের পাশে সমতল কোন জায়গাটি নামার পক্ষে সবচেয়ে উপযুক্ত হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিক্রমের ক্যামেরা যে ছবি তুলে পাঠাবে, তা বিশ্লেষণ করেই অবতরণের সবচেয়ে উপযুক্ত জায়গাটি ঠিক করবেন ইসরোর বিজ্ঞানীরা। 

ভারতের মহাকাশ গবেষণার জনক ও ইসরোর ভিত্তিপ্রস্তর স্থাপনের অন্যতম কারিগর ছিলেন ডঃ বিক্রম সারাভাই। তাঁকে সম্মান জানিয়ে চন্দ্রযান-২-এর ল্যান্ডারের নাম বিক্রম রেখেছে ইসরো। চন্দ্রযান–২ সফ্‌ট ল্যান্ডিং করলে এটাই চাঁদের বুকে ভারতের প্রথম সফল সফ্‌ট ল্যান্ডিং হবে। এপর্যন্ত আমেরিকা, রাশিয়া এবং চীনেরই এই পালক আছে। ২২ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণে পর ২৩ দিন পৃথিবীর কক্ষপথে ছিল চন্দ্রযান–২। ১৪ অগাস্ট সে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। 

Exit mobile version