খুব সহজে ঝটপট মজাদার আম-সুজির কেক, তৈরি করতে পারবেন মাইক্রোওভেন ছাড়াও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার কেকের রেসিপি। এটি হলো আম-সুজির কেক। দেখে নিন রেসিপিটি।

উপকরণ :

২ কাপ সুজি
৩/৪ কাপ গুঁড়ো চিনি বা স্বাদমত
২ চা চামচ বেকিং পাউডার
১/৪ চা চামচ নুন
১ চা চামচ এলাচ গুঁড়ো বা ভ্যানিলা (যেটা পছন্দ)
১/২ কাপ তেল
২ কাপ ঘন আমের পিউরি
১/২ কাপ নারকেল মিহি কুচি (না দিলেও হবে)
কিছু আম স্লাইস বেস তৈরি করার জন্য

প্রনালি

-৯ ইঞ্চি লম্বা পাউন্ড কেক বা রাউন্ড কেক প্যানে মাখন ব্রাশ করে ২ টেবিল চামচ চিনি ছিটিয়ে নিন। এখন আমের স্লাইসগুলো চিনির উপর সুন্দর করে সাজিয়ে রাখুন।

-একটি বাটিতে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিন। সাথে তেল মিশিয়ে নিন।

-এখন আমের পিউরি দিয়ে ভাল করে হুইস্ক বা বিট করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন, কারণ সুজি ভিজতে একটু সময় নেবে।

-ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট হতে দিন।

-কেক প্যানের আমের উপর কেকমিক্স ঢেলে প্রি-হিটেড ওভেনে ৪০ মিনিট বেক করুন।

আরও পড়ুন: গরমে জুড়াবে প্রাণ! ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করুন ঘরেই

যাঁরা গ্যাস-ওভেনে করবেন 

-গ্যাসে একটি ঢাকনা ওয়ালা ননস্টিক হাঁড়ি গরম হতে দিন।

-কেক প্যানটি হাঁড়ির মাঝখানে রেখে ভাল করে ঢেকে দিন যাতে বাতাস না বের হয়। প্রয়োজনে হলে কাচ্চি বিরিয়ানির মত আটার দলা আটকে দিন।

-গ্যাসের আঁচ মাঝারি থকে কম , আবার লো থেকে হাই করুন। ১০ মিনিট পর একটি গরম তাওয়া হাঁড়ির নিচে দিতে পারেন।

২০ মিনিট হলে নামিয়ে নিন। ঠাণ্ডা হতে দিন। সম্পূর্ণ ঠাণ্ডা হলে উল্টে নিন ও পরিবেশন করুন।

আরও পড়ুন: রেস্তোরাঁ স্পেশ্যাল চকোলেট লাভা কেকের জন্য মন কেমন? রেসিপি জেনে বানিয়ে ফেলুন বাড়িতেই

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest