একসপ্তাহে তিনগুণ বেড়েছে আক্রান্তের সংখ্যা, মৃত্যু ঢাকতে টেস্ট কম হওয়ার অভিযোগ গুজরাতে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আহমেদাবাদ: করোনা ভাইরাসের জেরে পরিস্থিতি খুব খারাপ গুজরাতে৷ বর্তমানে যা অবস্থা, তাতে দেশে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র৷ তারপরেই দিল্লিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে এসে গিয়েছে গুজরাত৷

করোনাভাইরাসে (Coronavirus) সংক্রমিতের নিরিখে গোটা দেশের নজর যখন মহারাষ্ট্রের (Maharashtra) দিকে, তখন পড়শি গুজরাতের (Gujarat) পরিস্থিতি যে আরও মারাত্মক সেটা অনেকেরই খেয়াল হয়নি। গুজরাতে মহারাষ্ট্রের থেকে তিন হাজার রোগী কম, কিন্তু সেখানে আক্রান্তের সংখ্যায় বৃদ্ধির হার কিন্তু গোটা দেশের মধ্যে সর্বোচ্চ।

এই মুহূর্তে গোটা দেশে চর্চা হচ্ছে যে কত সময় নিয়ে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। যত বেশি সময় নিয়ে এটা হবে, তত বুঝতে হবে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। কিন্তু গুজরাতে চর্চাটা আর দ্বিগুণ হওয়ায় আটকে নেই, বরং সেটা এখন তিন গুণে চলে গিয়েছে। মাত্র এক সপ্তাহে তিন গুণ হয়েছে রাজ্যে আক্রান্তের সংখ্যা। গত ১৫ এপ্রিল গুজরাতে মোট কোভিড ১৯ (Covid 19) আক্রান্তের সংখ্যা ছিল ৭৬৬। ২২ এপ্রিল রাতে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ২৪০৭। অর্থাৎ, সাত দিনে আক্রান্তের সংখ্যা তিন গুণেরও বেশি বেড়েছে।

আরও পড়ুন:  ভুলে যাচ্ছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আপনি মনোনীত রাজ্যপাল: ধনখড়কে কড়া চিঠি মমতার

কংগ্রেসের অভিযোগ, নিজেদের ভাবমূর্তি বাঁচাতে বেশি করে পরীক্ষা করছে না গুজরাতের বিজেপি সরকার৷ এখনও পর্যন্ত গুজরাতে আড়াই হাজার করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ তার মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে৷কংগ্রেসের অভিযোগ, গুজরাতে হঠাত্‍ করেই টেস্ট করার সংখ্যা কমিয়ে দিয়েছে৷ গত ১ সপ্তাহে গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা তিন গুণ বেড়ে গিয়েছে৷

সরকারি ডেটায় দেখা যাচ্ছে, গত কয়েক দিনে টেস্ট করার সংখ্যা সত্যিই কমে গিয়েছে গুজরাতে৷ তথ্য বলছে, গত ১৬ এপ্রিল গুজরাতে ১ হাজার ৭০৬ জনের টেস্ট হয়েছিল, তাতে করোনা পজিটিভ ছিল ১৬৩ জনের৷ গুজরাতের বিরুদ্ধে অভিযোগ, টেস্টিংয়ে দেরি করা হচ্ছে৷ দেখা যাচ্ছে, ১৯ এপ্রিল পর্যন্ত গুজরাতে যতগুলি করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে, তার ৬৬ শতাংশই মারা গিয়েছে করোনা ভাইরাস টেস্টের দু দিনের মাথায়৷ ১৩ জনের মৃত্যু হয়েছে, যে দিন টেস্ট হয়েছে সেদিনই৷ এবং সকলেরই করোনা ভাইরাস পজিটিভ৷

গোটা দেশের নজর যখন স্রেফ মহারাষ্ট্রের পরিস্থিতির দিকে, তখন গুজরাতে নিঃশব্দে বেড়ে চলেছে করোনা আক্রান্ত৷মহারাষ্ট্রের সঙ্গে তুলনা টানলে, গত ৭ দিনে মহারাষ্ট্রে ২ হাজার ৮৪৮ নতুন করোনা আক্রান্ত মিলেছে৷ সেখানে গুজরাতে গত ৭ দিনে সেই সংখ্যাটা ১ হাজার ৭১২৷ ওই একই সময়ে মহারাষ্ট্রের আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে৷ গুজরাতে মৃত্যু হয়েছে ৭০ জনের৷

গোটা দেশে যত করোনা আক্রান্ত, তার ১ তৃতীয়াংশের বেশি মহারাষ্ট্র ও গুজরাত মিলিয়ে৷

আরও পড়ুন:  ৩ মে-র পর লকডাউন কি উঠবে? সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স নমোর

Gmail 2

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest