করোনা আতঙ্ক! ব্যালটে পুরভোট আয়োজন করতে চায় নির্বাচন কমিশন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যালটে পুরভোট পরিচালনার ইচ্ছাপ্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন । শনিবার এমন ইঙ্গিত দিয়ে কমিশন বলে, “করোনা সংক্রমণের ছোঁয়া বাঁচাতে ব্যালটে ভোট করানোর পর্যাপ্ত পরিকাঠামো আছে। যদি সব রাজনৈতিক দল সেই মর্মে আগ্রহ প্রকাশ করে আমরা উদ্যোগ নিতে পারি।“ জানা গিয়েছে, সোমবার, ১৬ মার্চ পুরভোটের নির্ঘণ্ট স্থির করতে সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন। সেই বৈঠকে সর্বমতের ভিত্তিতে স্থির হবে পুর নির্ঘণ্ট।রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক এই প্রসঙ্গে পিটিআইকে বলেছে, পুর আইনের সংবিধানে আমাদের  প্রয়োজনে ব্যালটে ভোটগ্রহণ  করার পরিসর দেওয়া আছে। সেই মোতাবেক আমাদের পরিকাঠামোও প্রস্তুত।

আরও পড়ুন: করোনা আতঙ্ক! বলিউডের থেকে টলিউড, পেছোচ্ছে ছবি মুক্তি, বন্ধ শুটিং

সূত্রের খবর, ইভিএম ভোট হলে একটা বোতামে একাধিক ভোটারের আঙুলের স্পর্শ থাকে। আর  করোনা প্রতিরোধে এখন যেকোনও প্রকার স্পর্শ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু ব্যালটের ক্ষেত্রে সেই সমস্যা নেই। তাই কমিশনের সেই আধিকারিকের দাবি, “তাই সোমবারের বৈঠকে ব্যালটে ভোট করার দাবি উঠলে আমরা প্রস্তুত।“ এখন দেশের প্রায় সব ভোট ইভিএমে হয়। যদিও একাধিক বিরোধী দল ব্যালটে ভোট আয়োজন করাতে একাধিকবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনে দরবার করেছে। একাধিক ভোটের ফল ঘোষণার পর ইভিএম বিকৃত বা হ্যাক করার অভিযোগ তুলেছে জাতীয়স্তরে বিরোধী দলগুলো।

আরও পড়ুন: করোনা ঠেকাতে গোমূত্র খেয়ে পার্টি হিন্দু মহাসভার, হাসির রোল নেটদুনিয়ায়

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ইভিএম পালটে ব্যালটে ভোটে করানোর পক্ষপাতী। কিন্তু রাজ্যের বিরোধী দলগুলো আবার সে ব্যাপারে অনীহা। সবমিলিয়ে সোমবারের বৈঠকে চূড়ান্ত হবে ভোটের নির্ঘণ্ট সঙ্গে ইভিএম না ব্যালট; তার ভাগ্য।

(আপনার আশপাশের পরিবর্তনের অংশ হতে চান? আমাদের খবর পাঠান ইমেল্ ও হোয়াটআপের মাধ্যমে)

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest