করোনার থাবা কাশ্মীরে: মৃত্যু ৬৫ বছরের বৃদ্ধের, দেশের মৃতের সংখ্যা বেড়ে ১৩

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শ্রীনগর: করোনা থাবা বসিয়েছিল আগেই। এ বার তার জেরে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটল কাশ্মীরে। তিন দিন আগে শ্রীনগরের গভর্নমেন্ট চেস্ট ডিজিস হাসপাতালে মৃত্যু হয়  এক বৃদ্ধের। তাঁর লালারসে করোনাভাইরাস মিলেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে মৃত ব্যক্তি কী ভাবে করোনায় আক্রান্ত হলেন তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন:  করোনার লকডাউনেও চতুর্থ শ্রেণীর সংবাদকর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে ভয় দেখিয়ে!

হায়দরপোরা গ্রামের বাসিন্দা, ৬৫ বছরের ওই বৃদ্ধ গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, দিল্লি, উত্তরপ্রদেশ, সাম্বা, সোপোরে একাধিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ফিরেছিলেন বৃদ্ধ।এর আগে কাশ্মীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল।  শ্রীনগরের মেয়র টুইট করে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যুর কথা জানিয়েছেন। ওই বৃদ্ধের সংস্পর্শে এসেছিলেন আরও চার জন। তাঁদের কোয়রান্টিনে রাখা হয়েছে।

আরও পড়ুন: শাহিনবাগ, চিলি, হং-কং- করোনা আতঙ্কে বদলে গেল গোটা বিশ্বের গণআন্দোলনের গতিপথ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, কাশ্মীরে ১১ জন করোনায় আক্রান্ত। তবে কাশ্মীরের প্রশাসনিক কর্তাদের একাংশ আক্রান্তের সংখ্যাা বাড়তেও পারে বলে আশঙ্কা করছেন। তাঁদের ধারণা, অনেকেরই বিদেশ যাত্রার ইতিহাস গোপন করে গিয়েছেন।

প্রসঙ্গত, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গিয়েছে। তৃতীয় পর্যায়ের সংক্রমণ বা করোনার সামাজিক সংক্রমণ রুখতে ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন । এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১২৫।

আরও পড়ুন: আপনি কি করোনায় আক্রান্ত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশাবলী মেনেই উত্তর দেবে My jio app

Gmail 7

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest