সৌরভের পরিবারে করোনা থাবা আসলে গুজব! দিব্বি আছেন দাদা স্নেহাশিস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: শনিবার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনার শিকার বলে খবর ছড়িয়ে পড়ে। সেই নিয়েই এবার মুখ খুললেন তিনি।

সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন তিনি কোনওভাবেই করোনা ভাইরাসে আক্রান্ত নন। তিনি একেবারেই সুস্থ রয়েছেন। ভুয়ো খবরে চাঞ্চল্য ছড়িয়েছে বলে স্নেহাশিস জানান।

আরও পড়ুন : চিনা আগ্রাসনের প্রতিবাদ, কলকাতার চিনা মহল্লায় উঠল ‘ভারত মাতা কী জয়’

সৌরভের দাদা স্নেহাশিস আরও জানিয়েছেন, ‘আমি পুরোপুরি সুস্থ, তাই প্রতিদিনের অফিসের কাজও করছি। আমাকে নিয়ে করোনা আক্রান্তের যে খবর ছড়িয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। আমার এই বিবৃতির পর অন্তত আমার অসুস্থতা নিয়ে কোনও ভুয়ো খবর ছড়াবে না। ‘

শুক্রবার রাজ্যের স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ‘স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পরিবার করোনা আক্রান্ত হয়েছে। মোমিমপুরের বাড়িতে স্নেহাশিসের স্ত্রী ও শাশুড়ি ভাইরাসের কবলে পড়েন। ‘ এরপর থেকেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও করোনা আক্রান্ত বলে খবর রটে যায়।

সপ্তাহ দুয়েক আগে সৌরভের বউদির করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। করোনা পজিটিভ হওয়ার পর থেকে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও শাশুড়ি শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি। আপাতত চিকিৎসার পর সৌরভের বৌদি ও তাঁর শাশুড়ির অবস্থা স্থিতশীল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : করোনাকে ঢিসুম ঢিসুম করে বাড়ি ফিরেছেন বাংলার এই শহরের বেশিরভাগ আক্রান্ত

Gmail 4

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest