এখন ঠেকানো গেলেও প্রতি শীতেই ছড়াবে করোনাভাইরাস! আশঙ্কা বিজ্ঞানীদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়াশিংটন: গত বছর ডিসেম্বরের শেষে চিন থেকে শুরু। একে একে ইরান ও দক্ষিণ কোরিয়ায় কামড় বসিয়ে ইউরোপ পাড়ি। নোভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে ইটালিতে। স্পেনের অবস্থাও কাহিল। এরই মধ্যে মারণ ভাইরাসের ভরকেন্দ্র এখন আমেরিকা বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। আগামী কয়েক দিনে নিউ ইয়র্ক তা টের পেতে চলেছে বলে আশঙ্কা। একদল শীর্ষস্থানীয় মার্কিন বিজ্ঞানী জানাচ্ছেন, এমনও হতে পারে, এই করোনাভাইরাস সিজনাল ডিজিজ বা ঋতুকালীন রোগ হয়ে উঠবে। সে ক্ষেত্রে এ যাত্রা মুক্তি মিললেও সামনের বছরে নতুন করে হামলা চালাতে পারে সে। দ্রুত ও কার্যকরী প্রতিষেধক আবিষ্কার তাই ভীষণই জরুরি।

আরও পড়ুন: লালারসে ঘুড়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস, প্রথম ছবি মিলল পুণের পরীক্ষাগারে

আমেরিকায় লাফিয়ে বেড়ে চলা সংক্রমণ আক্রান্তের সংখ্যার মাঝে চাঞ্চল্যকর ঘোষণা করলেন হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের সমন্বায়ক ডেবোরা বার্ক্স। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, ‘এই মুহূর্তে আমরা সাইকেল-এ প্রত্যক্ষ করছি। এরপর ২০২০ সালের হেমন্তে সংক্রমণের যে পরবর্তী পর্যায় আসবে, তা ভিন্ন। অবশ্য তার জন্য আমরা বর্তমানে যে সমস্ত গবেষণা চলেছে, যা ফলের ভিত্তিতে প্রস্তুত হচ্ছি।’

আরও পড়ুন: করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, রয়েছেন আইসোলেশনে

এই প্রসঙ্গে তিনি ১৯১৮ সালের বিশ্বব্যাপী ফ্লু সংক্রমণের উল্লেখ করেন, যাতে সারা পৃথিবীতে ৫ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। আমেরিকায় মৃত ৬,৭৫,০০০ জনের মধ্যে ছিলেন ডেবোরা বার্ক্সের আত্মীয়রাও। মোট তিনটি পর্যায়ে সেই মহামারী আছড়ে পড়েছিল। হোয়াইট হাউস করোনাভাইরাস টাস্ক ফোর্সের আর এক সদস্য তথা ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেল্থ-এর মহামারী সংক্রান্ত বিভাগীয় প্রধান অ্যান্থনি ফাউচির মতে, Covid-19 আদতে ‘মরশুমি পুনরাবৃত্তিজনিত’ অসুখ। তিনি বলেন, ‘এখন যা আমরা দক্ষিণ গোলার্ধ্বে দেখতে পাচ্ছি- আফ্রিকার দক্ষিণাংশ এবং দক্ষিণ গোলার্ধ্বের অন্যান্য দেশে- তা সাধারণত সেই সমস্ত দেশে শীত পড়লেই ঘটছে।’

আপাতত আমেরিকা ও চিনে দু’টি ওষুধ মানবদেহে প্রয়োগ করে পরীক্ষা-নিরীক্ষা চললেও তা চূড়ান্ত হতে এক থেকে দেড় বছর সময় লাগবে। ফলে আগামী বছর শীতের মরসুমে ফের করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকার নেওয়ার আশঙ্কা উড়িয়ে দেননি আমেরিকার সরকারি ভাবে সংক্রামক রোগের গবেষণায় নেতৃত্ব দেওয়া অ্যান্টনি ফাউচি। তাই তার আগেই করোনার চিকিৎসা ও টিকা চূড়ান্ত করার ব্যাপারে জোর দিয়েছেন তিনি।

আরও পড়ুন: তিন মাস EMI না দেওয়ার পথ সুগম করল RBI, জেনে নিন কারা পাবেন এই সুবিধা?

Gmail 7

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest