পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ‘পয়েন্ট টু পয়েন্ট’ ট্রেন চালুর উদ্যোগ কেন্দ্রের, যাত্রা শুরু প্রথম ট্রেনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ রুখতে দেশে ২৫ মার্চ থেকে টানা লকডাউন (Coronavirus Lockdown) চলছে, ফলে বন্ধ ট্রেন, বাস, প্লেন সহ সমস্ত গণপরিবহণ ব্যবস্থা। এই অবস্থায় দেশের বিভিন্ন রাজ্যে আটকা পড়ে রয়েছেন অসংখ্য পরিযায়ী শ্রমিক। এবার তাঁদেরই উদ্ধার (Migrant Crisis) করে বাড়িতে পৌঁছে দিতে রওনা হল প্রথম ট্রেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার ভোরেই তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশে যাত্রা করে ট্রেনটি।

লকডাউনের জেরে এখন দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা ৷ ট্রেন-বাস সব বন্ধ ৷ নিজেদের শহরে বা গ্রামে ফেরার উপায় নেই কারোরই ৷ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ এবার নিয়েছে কেন্দ্র ৷ চেষ্টা করা হচ্ছে প্রয়োজনীয় জায়গাগুলিতে যাতে ট্রেন চালিয়ে শ্রমিকদের তাদের শহর বা গ্রামে পৌঁছে দেওয়া যায় ৷ ‘পয়েন্ট টু পয়েন্ট’ ট্রেন চালিয়ে অনেক দ্রুত বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরানো সম্ভব হবে বলেই মনে করছে কেন্দ্র ৷ এর জন্য ট্রেনগুলিতে সুরক্ষার সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, আজ, শুক্রবার ভোর পাঁচটায় তেলেঙ্গনার লিঙ্গামপল্লী ছেকে ঝাড়খণ্ডের হাটিয়ে পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন চলেছে৷ আজ রাত ১১টা-তেই ২৪ কোচের ওই ট্রেন পৌঁছবে হাটিয়া স্টেশনে ৷ শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা করা হয়েছে ৷ ট্রেন পৌঁছনো মাত্রই তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে৷ গুজরাতের আহমেদাবাদ থেকেও আটকে থাকা শ্রমিকদের ফেরাতে ট্রেন চালু হচ্ছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: লকডাউনে কম মুনাফা, ১০-৫০% বেতন কমল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের উচ্চপদস্থ কর্মীদের

ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, যে শ্রমিকরা ভিনরাজ্যে আটকে পড়ে আছেন তাঁরা যদি করোনা নেগেটিভ হন তবে তাঁদের নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। কেন্দ্রের এই সিদ্ধান্তের পরপরই শ্রমিকদের ফেরাতে এই প্রথম ওই বিশেষ ট্রেনটি চালানোর উদ্যোগ নেওয়া হল। যদিও দেশব্যাপী লকডাউন আরোপ করার প্রায় পাঁচ সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবু এই উদ্যোগের কথা জানতে পেরে হাসি ফুটেছে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে আটকে পড়া অসংখ্য শ্রমিক, পড়ুয়া ও অন্যান্য ব্যক্তিদের মুখে।

এর আগে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরাতে কেন্দ্রের কাছে বিশেষ ট্রেন চালানোর অনুরোধ করে পঞ্জাব, বিহার, রাজস্থান, মহারাষ্ট্র ও দক্ষিণের কয়েকটি রাজ্য। যদিও সেই সময় রাজ্যগুলোকেই শ্রমিকদের ফেরাতে বিশেষ বাস ও অন্য পরিবহণ ব্যবস্থা করার প্রস্তাব দেয় কেন্দ্র। পরে অবশ্য দলের অভ্যন্তর ও অন্যান্য রাজ্য থেকে লাগাতার ট্রেন চালানোর জন্যে চাপ দেওয়া শুরু হওয়ায় সিদ্ধান্ত বদল করা হয়। শেষ পর্যন্ত রাজ্যগুলোর আবেদনে সাড়া দিয়েই কেন্দ্রীয় সরকারের তরফে এই বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফের রোগীকে পথে ‘ফেলে যাওয়ার চেষ্টা’,অ্যাম্বুল্যান্স ঘিরে উত্তেজনা

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest