ওয়েব ডেস্ক: করোনা ঝড়ে বিধ্বস্ত মার্কিন মুলুক। লকডাউনেও রোখা যাচ্ছে না মৃত্যু। সংক্রমণ যেন মহামারী। দু’দিন আগেও যে সংখ্যাটা তিন হাজারে থেমেছিল, গত ২৪ ঘণ্টায় তাই ছুঁল পাঁচ হাজার। সংক্রমণে নতুন মৃত্যুর সংখ্যা ৮৮৪।
জন হপকিনস ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, বৃহস্পতিবারের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫,১১৬। আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ১৫ ৪১৭ জনে। বিশ্বে এখনও অবধি করোনা সংক্রমণের নিরিখে ইতালি, স্পেনকে ছাপিয়ে গেছে আমেরিকা। ফি দিন বাড়ছে মৃত্যু। আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা যখন হানা দিয়েছে মার্কিন মুলুকে, তখনই সতর্কতা মানা হয়নি। নিরুদ্বেগে ছিল হোয়াইট হাউসও। সামাজিক মেলামেশাতেও লাগাম পরানো হয়নি। তারই জেরে সংক্রমণ মহামারী হয়ে দেখা দিয়েছে মার্কিন মুলুকে। গত রবিবারই মার্কিন গবেষক অ্যান্থনি ফৌসি বলেছিলেন, মার্কিন নাগরিকরা সচেতন না হলে মৃতের সংখ্যা ২ লক্ষ ছাড়াতে পারে।
আরও পড়ুন: আগামী বছর ১ম থেকে ৮ম শ্রেণিতে ঢালাও পাশ, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
এর মাঝেই মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন করে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আগামী দু’সপ্তাহ খুবই যন্ত্রণাদায়ক হতে চলেছে। এখন জীবন-মরণের প্রশ্ন। ’’ করোনা সংক্রমণের মোকাবিলা করার জন্য টাস্ক ফোর্সও তৈরি করেছেন ট্রাম্প। নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। আক্রান্তের সংখ্যার হিসেবে একা নিউ ইয়র্ক পেরিয়ে গিয়েছে গোটা চিনকে। নিউ ইয়র্কে এখন আক্রান্ত ৮৩,৭১২। মৃত্যু ছাড়িয়েছে হাজার দুয়েক। ক্রমেই ভাইরাস সংক্রমণের ভরকেন্দ্র হয়ে উঠছে নিউ ইয়র্ক সিটি। জরুরি বিভাগ, আইসিইউ সব জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে হুহু করে। স্যানিটাইজ করার লোকও মিলছে না। ইতিমধ্যেই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে দু’জন নার্সের। মাউন্ট সিনাই হাসপাতালে আক্রান্ত অনেক ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা।
আরও পড়ুন: করোনা ত্রাণে দু’বছরের বেতন দান করলেন গৌতম গম্ভীর
আমেরিকান কলেজ অব এমার্জেন্সির প্রেসিডেন্ট উইলিয়াম পি জ্যাকিস বলেছেন, “শহরের সব জায়গায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের অবস্থা সঙ্কটজনক। আর কিছুদিনের মধ্যেই হাসপাতাল-নার্সিংহোমগুলিতে রোগী রাখার জায়গা পাওয়া যাবে না। চিকিৎসার জন্য থাকবেন না ডাক্তার-নার্সরা। কী ভয়ানক সময় আসতে চলেছে সেটা বুঝতে পারছে না সরকার।”
মৃতের সংখ্যার নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ইটালিতে। সেখানে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে জার্মানি ও ফ্রান্সেও। দুনিয়া জুড়ে করোনার এই তাণ্ডবের মধ্যেই অবশ্য আশার আলো দেখা যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় দু’লক্ষ মানুষকে করোনার কবল থেকে মুক্ত করেছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: করোনাকে বাগে আনতে ‘আরোগ্য সেতু’ নাম নয়া অ্যাপ আনল সরকার
ইউরোপের দেশ স্পেনে প্রতিদিনই করোনা ভাইরাসে মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯২৩ জনের প্রাণ গেছে।ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দেশটিতে একদিনে রেকর্ড ৯২৩ জনের প্রাণ কেড়েছে করোনা, যা আগের দিনের তুলনায় বেশি। এর আগে বুধবার দেশটিতে ৮৬৪ জনের প্রাণহানি ঘটে। আর তার আগের দিন মঙ্গলবার মৃত্যু হয় ৮৪৯ জনের। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৩৮৭ জনের মৃত্যৃ হয়েছে।
স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ হাজার ১৯৫ জন। দেশটিতে এখন মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ১১৮। করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত স্পেনের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশটির চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। করোনার বিস্তার ঠেকানোর লক্ষ্যে দেশটিতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের মাঝেও দেশটির বিভিন্ন প্রান্তে করোনার প্রকোপ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।
আরও পড়ুন: খাবার-ওষুধ নেই, লকডাউনের জেরে গোয়ায় আটকে ক্যানসার আক্রান্ত অভিনেত্রী নাফিসা আলি