ওয়েব ডেস্ক: করোনা ভাইরাস থাবা বসিয়েছে সিআরপিএফের ডেরাতে। এক সপ্তাহের মধ্যেই আক্রান্তের সংখ্যাটা একশো ছাড়িয়ে গেল। বর্তমানে মোট ১২২ জন জওয়ানের শরীরে মিলেছে এই মারণ জীবাণু।
পূর্ব দিল্লির ওই ক্যাম্পে রয়েছে সিআরপিএফ-এর ৩১ নম্বর ব্যাটালিয়ন। বেশ কয়েক দিন আগেই ওই ব্যাটালিয়নেরই এক জওয়ান করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সিআরপিএফের ওই সদস্য করোনার বিরুদ্ধে প্রত্যক্ষ লড়াইয়ে শামিল ছিলেন। নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে তিনি কাজ করছিলেন তিনি। গত ১৭ এপ্রিল তাঁর দেহে করোনার উপসর্গ দেখা দেয়। ২১ এপ্রিল পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। তাঁকে ভর্তি করা হয় রাজীব গান্ধী হাসপাতালে। এর পর একে একে ওই ব্যাটালিয়নের সদস্যরা করোনায় আক্রান্ত হতে থাকেন।
আরও পড়ুন: অসুস্থতার জল্পনা ওড়ালেন কিম,কারখানা পরিদর্শনে এসে হাসিমুখে তুললেন ফটো
ওই ব্যাটালিয়নের ৪৫ জন জওয়ানের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়তেই সেখানকার এক হাজার জনকে কোয়রান্টিনে পাঠানো হয়। এই মুহূর্তে এক ধাক্কায় সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১২২। সিআরপিএফ সূত্রে খবর, ইতিমধ্যেই ১২২ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আরও ১০০ জনের রিপোর্টের অপেক্ষায় রয়েছে তারা। কী ভাবে এতটা সংক্রমণ ছড়াল, সিআরপিএফ-এর ডিজি এপি মাহেশ্বরীর কাছে তার ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
Test results of 68 more jawans have shown them COVID-19 positive. All jawans are attached to a battalion having camp in East Delhi. Total positive cases in this battalion have reached 122 and overall figure of COVID-19 cases in CRPF is 127, including 1 recovered and 1 death: CRPF pic.twitter.com/II5a8aic29
— ANI (@ANI) May 2, 2020
গত ২৪ এপ্রিল আরও ন’জন জওয়ানের শরীরে মেলে ভাইরাস। পরের দিন আক্রান্ত হন আরও ১৫ জন। সেই সংখ্যাটাই এবার বেড়ে ১২২-এ পৌঁছে গিয়েছে। গোটা দেশে সিআরপিএফ জওয়ানের আক্রান্তের সংখ্যা ১২৭। যাঁদের মধ্যে একজন সুস্থ হয়ে উঠেছেন।
আরও পড়ুন: Lockdown Launch: 48 MP ক্যামেরা, দুর্ধর্ষ ব্যাটারি ব্যাক-আপ নিয়ে হাজির Redmi Note 9