একাধিক অঙ্গ বিকল, মারা গেলেন নয়াবাদের করোনা-আক্রান্ত প্রৌঢ়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: নয়াবাদের করোনা আক্রান্ত প্রৌঢ় মারা গেলেন বুধবার। চিকিৎসকরা জানিয়েছেন, দিনকয়েক ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। একাধিক অঙ্গ বিকল হতে শুরু করেছিল। গতকাল, মঙ্গলবারই পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয় তাঁকে। পিয়ারলেসের প্রধান এগজিকিউটিভ, চিকিৎসক সুদীপ্ত মিত্র জানিয়েছেন, আজ বিকেলে মারা গেলেন তিনি।

আরও পড়ুন: করোনার জের: পড়ুয়াদের ঢালাও পাশের নির্দেশ CBSE-র

গত ১২ মার্চ এগরায় এক বিয়েবাড়িতে যোগ দিয়েছিলেন নয়াবাদের বাসিন্দা ওই বৃদ্ধ। গত ১৪ মার্চ তাঁর জ্বর আসে। কিন্তু প্যারাসিটামল খেয়ে ১৬ মার্চ দিঘা চলে যান তিনি। সেখানে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকেন। ফিরে আসেন এগরায়। সেখান থেকে তাঁকে কলকাতায় ফেরত এনে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ মার্চ তাঁর দেহে করোনার চিহ্ন মেলে।

আরও পড়ুন: নিজামুদ্দিনে যাওয়া ৫৪ জনকে কোয়ারেন্টাইনে, সংকটের সময়ে জাতপাতের রাজনীতি না করার বার্তা মুখ্যমন্ত্রীর

হাসপাতালের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকেই সম্পূর্ণ ভেন্টিলেশনে ছিলেন তিনি। রেচনতন্ত্র ঠিক মতো কাজ না করায় বুধবার তাঁর ডায়ালিসিস শুরু হয়। কিন্তু সেই ধকল সইতে পারেনি বৃদ্ধের শরীর। বিকেলে একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। ওই বেসরকারি হাসপাতাল সূত্রে মৃত্যুর খবর জানানো হলেও, স্বাস্থ্য দফতরের তরফে সরকারি ভাবে যদিও নয়াবাদের ওই বাসিন্দার মৃত্যুর খবর জানানো হয়নি। ইতিমধ্যেই নয়াবাদের ওই বৃদ্ধের সংস্পর্শে আসা আরও দু’জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার এগরায় আরও এক জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছে।

আরও পড়ুন: নীরব ও নিস্তব্ধ…দেখে নিন লকডাউন কলকাতার অচেনা অ্যালবাম

Gmail 7

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest