মহারাষ্ট্রে সংক্রমিত ৪ হাজারের বেশি,দেশে করোনায় আক্রান্ত ১৭২৬৫

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫৫৩ জন COVID-19-এ আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,২৬৫ জন।সোমবার সকালে বুলেটিনে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪৩ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, এ রাজ্যে ৩৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যদিও নবান্ন জানাচ্ছে, এ রাজ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৯৮ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।

আরও পড়ুন:  করোনা টেস্ট না হলে হাসপাতালে প্রবেশ নিষেধ মুসলিমদের! নিয়ম যোগীরাজ্যে

করোনা সংক্রমণ সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে মহারাষ্ট্রে। সেখানে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২০৩ জন। মৃত্যু হয়েছে ২২৩ জনের। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ২০০৩ জন। এ ছাড়া গুজরাত (১৭৪৩), রাজস্থান (১৪৭৮), তামিলনাড়ু (১৪৭৭), মধ্যপ্রদেশ (১৪০৭), উত্তরপ্রদেশ (১০৮৪)-এও করোনা সংক্রমণের গ্রাফ হাজারের গণ্ডি ছাড়িয়ে এখন ঊর্ধ্বমুখী। তেলঙ্গানায় ৮৪৪ জন সংক্রমিত হয়েছেন। অন্ধ্রপ্রদেশে (৬৪৬) জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে এখনও পর্যন্ত ২ হাজার ৫৪৭ জন সুস্থও হয়ে উঠেছেন।

এরই মধ্যে অবশ্য কেরলের ছবিটা বেশ উজ্জ্বল। ৪০২ জন করোনা আক্রান্তের মধ্যে, ইতিমধ্যেই ২৭০ জন সুস্থ হয়ে উঠেছেন।একটানা ২৬ দিন ঘরবন্দি থাকার পর সোমবার থেকে দেশের কিছু জায়গায় কিছু পরিষেবা চালু হচ্ছে। গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র। তাতে দেশের যে সব এলাকায় করোনার সংক্রমণ সে ভাবে ছড়ায়নি, সেখানে শর্ত সাপেক্ষে কয়েকটি পরিষেবা চালু করায় ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  কোভিড-১৯ জাত-ধর্ম দেখে না, কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রধানমন্ত্রীর

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest