এক রাতে ৬২৪ পজিটিভ, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়াল, মৃত বেড়ে ৩৭৭

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ১১ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ এপ্রিল, বুধবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১১৪৩৯। গত ১৫ ঘণ্টায় নতুন করে ৬২৪ জন আক্রান্ত হয়েছেন। এক রাতে মৃতের সংখ্যা বেড়েছে ২৪। ভারতে করোনায় মৃতের সংখ্যা হয়েছে ৩৭৭। তবে সেইসঙ্গে বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যাও। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩০৬ জন। অর্থাৎ গত ১৫ ঘণ্টায় ১১৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

আরও পড়ুন: আসছে হারপুন মিসাইল ও টর্পেডো! করোনা সংকটের মধ্যেই ভারতকে ১২০০ কোটির অস্ত্র বিক্রি আমেরিকার

দেশের বিভিন্ন রাজ্যের করোনা-পরিসংখ্যানে সবচেয়ে উদ্বেগ বাড়িয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যের পাশাপাশি দিল্লি এবং তামিলনাড়ুতেও সংক্রমিতের সংখ্যা ক্রমশই বাড়ছে। এই তিন রাজ্য ছাড়া রাজস্থানেও করোনা-আক্রান্তের সংখ্যা (৯৬৯) প্রায় হাজার ছুঁইছুই। তবে চিকিৎসকরা এ-ও জানিয়েছেন যে, দেশ জুড়ে পরীক্ষার সংখ্যা বেড়েছে। এর ফলে নতুন আক্রান্তের সন্ধান মিলছে।

আরও পড়ুন: নিরন্নের পাশে মুন্নাভাই, নিলেন রোজ হাজার জনকে খাওয়ানোর দায়িত্ব

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই আড়াই হাজারের গণ্ডি ছা়ড়িয়েছে। বাণিজ্য নগরীতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৮৭। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১৭৮ জনের। মহারাষ্ট্রের মতোই দিল্লিতে করোনা-সংক্রমিতের সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৬১। সংক্রমণের জেরে সেখানে মৃত্যু হয়েছে ৩০ জনের। অন্য দিকে, তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০৪ জন। গত কালের পর ওই রাজ্যে আরও এক জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে মৃতের সংখ্যা ১২।

আরও পড়ুন: ২৫ হাজার পিপিই কিট দিলেন শাহরুখ, টুইটে ধন্যবাদ মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest