কলকাতা: ইডেন বিল্ডিংয়ের পর বন্ধ হয়ে গেল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেল ও ফিমেল মেডিসিন ওয়ার্ড। কোভিড-১৯ পজিটিভ হওয়া এক প্রসূতির মৃত্যুর পর বন্ধ হয়ে গিয়েছিল ইডেন বিল্ডিং। এবার নারকেল ডাঙার এক বৃদ্ধা মৃত্যুর জেরে বন্ধ করে দেওয়া হল মেডিসিন বিভাগ।
আরও পড়ুন: খাবারটুকুও নেই, ঘরে ফেরার তাগিদে বান্দ্রা স্টেশনে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
সোমবার রাতে মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি বিল্ডিংয়ের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয় ৬২ বছরের এক বৃদ্ধার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বরাহনগর এলাকার বাসিন্দা, ওই মহিলা কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর ডায়ালিসিসও করা হয়। ওই ডায়ালিসিস কেন্দ্রেই ছিলেন অন্য এক রোগী যিনি পরে করোনায় আক্রান্ত হন এবং মারা যান। তার পরেই সংক্রমণের আশঙ্কায় রবিবার বিকেল থেকে বন্ধ করে দেওয়া হয় চিনার পার্কের ওই বেসরকারি হাসপাতাল।
আরও পড়ুন: ৩ মে পর্যন্ত চলবে না মেট্রো, লোকাল-এক্সপ্রেস-মেল ট্রেন
ওই বেসরকারি হাসপাতালের রোগীদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় বরাহনগরের বাসিন্দা ওই মহিলাকে। মেডিক্যাল কলেজের চিকিৎসকদের একাংশের সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই মহিলাকে নিয়ে আসা হয় মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে। সেই সময় রোগীর শরীরে কোভিড-১৯-এর বিভিন্ন উপসর্গ প্রকট ছিল। তাই জুনিয়র চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট) পরেই ওই বৃদ্ধার শারীরিক পরীক্ষা করেন। তাঁরা বৃদ্ধার শারীরিক অবস্থা দেখে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার সুপারিশ করেন। অভিযোগ, চিকিৎসকদের সুপারিশ সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধাকে মহিলাদের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করতে নির্দেশ দেন।
গোটা রবিবার তিনি মেডিসিন ওয়ার্ডেই কাটান। সূত্রের খবর, সোমবার সিনিয়র চিকিৎসকরা ওই বৃদ্ধার শারীরিক অবস্থা দেখে অবিলম্বে আইসোলেশনে স্থানান্তরিত করার জন্য কর্তৃপক্ষকে বলেন। তার পর সোমবার সকালে তাঁকে আইসোলেশনে পাঠানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয় সোমবার রাতে।
আরও পড়ুন: দেশে ১০ হাজার ছাড়াল করোনা আক্রান্ত, ২৪ ঘণ্টায় সংক্রমিত আরও ১২০০
বৃদ্ধার মৃত্যুর পর তাঁর পরিবার দেহ নিতে অস্বীকার করে। পরিবার দাবি করে যে, ওই বৃদ্ধা করোনা আক্রান্ত। তাঁর দেহ সরকার দাহ করুক। অন্য দিকে, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ দাবি করেন, মহিলার করোনা পরীক্ষাই করা হয়নি। পরিবারের তরফে জানানো হয়, চিনার পার্কের বেসরকারি হাসপাতালের তরফে ওই বৃদ্ধার লালারসের পরীক্ষা করা হয়েছিল। সূত্রের খবর, পরিবার দেহ নিতে অস্বীকার করায়, মেডিক্যাল কলেজের পক্ষ থেকে ওই বেসরকারি হাসপাতাল এবং পরীক্ষাকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হয়। তার পর মঙ্গলবার দুপুরে জানা যায়, ওই বৃদ্ধার রিপোর্টে পজিটিভ পাওয়া গিয়েছে। তার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মেডিক্যাল কলেজ জুড়ে।
আরও পড়ুন: ৩ মে পর্যন্ত বাড়ল লকডাউন, ঘোষণা প্রধানমন্ত্রীর, ছাড়- কড়াকড়ি নিয়ে নির্দেশিকা আগামীকাল
সূত্রের খবর, ওই বৃদ্ধাকে যখন মহিলাদের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়, তখন সেখানে ১২-১৩ জন রোগী ছিলেন। পুরুষদের মেডিসিন ওয়ার্ড পাশেই। ফলে সংক্রমণের আশঙ্কা পুরুষদের ওয়ার্ডেও রয়েছে। তাই দু’টি ওয়ার্ডেই রোগী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসাধীন রোগীদের সবার লালরসের নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। সেই সঙ্গে কোন কোন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ওই রোগীর সংস্পর্শে এসেছেন তা চিহ্নিত করার কাজ চলছে। সূত্রের খবর, তিন জন চিকিৎসককে ইতিমধ্যেই কোয়রান্টিনে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন রোগীদের মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ে স্থানান্তরিত করা হচ্ছে। এর পর গোটা মেডিসিন ওয়ার্ড জীবাণুমুক্তকরণ করা হবে। গোটা ঘটনায় জুনিয়র চিকিৎসকদের একাংশের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের বেপরোয়া আচরণের জন্যই এই অবস্থা।
আরও পড়ুন: ‘সপ্তপদী’ ও ‘অগ্নিপরীক্ষা’, জেনে নিন প্রধানমন্ত্রীর সাত পরামর্শ এবং সতর্কবার্তা