করোনা ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দিলেন শচীন, ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি সাহায্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: করোনার জেরে লকডাউন দেশ জুড়ে। মারণ ভাইরাসের মোকাবিলায় মাঠে নেমে সবাইকে সচেতন করেছেন মাস্টার ব্লাস্টার। এবার আর্থিক অনুদান তুলে দিলেন কিংবদন্তি ক্রিকেটার। মোট ৫০ লাখ টাকা অনুদান তুলে দিলেন সচিন তেন্ডুলকর।

দেশের বিপদের দিনে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সচিনও। সংবাদ সংস্থা PTI-কে তিনি জানান, “করোনা মোকাবিলায় প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে ২৫ লাখ টাকা এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে আরও ২৫ লাখ টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা একেবারেই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। দুই ফান্ডেই আমি দান করতে চাই।”

আরও পড়ুন: চিন, ইটালিকেও ছাপিয়ে গেল আমেরিকা! আক্রান্ত বেড়ে ৮৫ হাজার, মৃত ১৩০০

সচিন তেন্ডুলকর এমনিতেই নানা দাতব্য কার্যকলাপের সঙ্গে যুক্ত। সামাজিক কারণে বার বার এগিয়ে এসেছেন তিনি। অধিকাংশ ক্ষেত্রেই তিনি পর্দার নেপথ্যে থেকেই যুক্ত থাকেন এই ধরনের উদ্যোগের সঙ্গে। করোনার বিরুদ্ধে লড়াইয়েও এগিয়ে এলেন তিনি। এবং ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছেন। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশ্ব জুড়ে এর প্রকোপে প্রাণ হারিয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ। করোনা থেকে সুরক্ষিত থাকতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার প্রয়োজনীয়তার কথা জানাতে ভিডিও পোস্ট করেছিলেন ক্রিকেট ঈশ্বর। কীভাবে হাত ধুতে হবে, তাও দেখিয়ে দিয়েছিলেন। সকলকে বাড়িতে থেকে দেশসেবা করার অনুরোধ জানিয়েছিলেন। এবার তিনি আর্থিকভাবেও এই রোগ মোকাবিলায় পাশে দাঁড়ালেন।

আরও পড়ুন: মকুব হবে ৩ মাসের EMI! করোনা-মোকাবিলায় বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

এদিকে, করোনার করাল গ্রাস থেকে রাজ্য তথা দেশকে রক্ষা করতে ইতিমধ্যেই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আক্রান্তদের চিকিৎসার প্রয়োজনে রাজ্য সরকারকে ইডেন ব্যবহারের প্রস্তাব দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। দুস্থ পরিবারগুলিকে ৫০ লক্ষ টাকার চালও দিচ্ছেন দাদা। বরোদা পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরে চার হাজার মাস্ক বিলি করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান ও ইউসুফ পাঠান। করোনা রুখতে পুণের এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দুস্থদের জন্য এক লক্ষ টাকা পৌঁছে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। এদিন ৪২ লক্ষ টাকা অনুদানের সিদ্ধান্ত নেয় গুজরাটের সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থাও। প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে ২১ লক্ষ এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ লক্ষ টাকা দেবে সংস্থা।

আরও পড়ুন: দেশবাসীকে ঘরে আটকে রাখতে রামেই ভরসা কেন্দ্রের! আগামীকাল থেকে দূরদর্শনে ফিরছে ‘রামায়ণ’

Gmail 7

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest