Site icon The News Nest

দেশে করোনা আক্রান্ত বেড়ে ৭৫২৯, মৃত ২৪২, গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়ল ৩৬

70f6ebc43d0546c0b74441351dc147a7 18

নয়াদিল্লি: শুধু বদলে গিয়েছে কেন্দ্রস্থল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ কমেনি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বে ইতিমধ্যে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যাও ১৭ লাখের কাছে। ভারতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও বেড়ে ইতিমধ্যে ২০০ ছাড়িয়ে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, আজ বিকেল পাঁচটা পর্যন্ত দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৫২৯। মৃত্যু হয়েছে ২৪২ জনের। সেরে উঠেছেন ৬৫২ জন। একজন অন্যত্র চলে গিয়েছেন।

আরও পড়ুন: মাস্কের জন্য ৩ কোটি অনুদান অক্ষয়ের, স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের হোটেল খুলে দিলেন সোনু সুদ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১২৬। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের হিসাব অনুযায়ী অবশ্য এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯৫।

সারা দেশের নিরিখে মহারাষ্ট্র যেন করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে। সেখানকার যে ছবি উঠে আসছে তা যথেষ্টই উদ্বেগজনক। ওই রাজ্যে মোট ১৫৭৪ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন। সেখানে মৃত্যুও হয়েছে ১১০ জনের। মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে ৯১১ জন আক্রান্ত হয়েছেন। মধ্যপ্রদেশেও আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৮৪ জন বেড়ে এখন হয়েছে ৪৪৩। জম্মু-কাশ্মীরেও করোনা আক্রান্তের সংখ্যা এখন ২০৭।

যদিও কেরলে কিছুটা সংক্রমণে রাশ টানা গিয়েছে। এখনও পর্যন্ত সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৬৪। যদিও এর মধ্যে কিছুটা ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে সিকিম, মেঘালয় ও নাগাল্যান্ডে। সেখানে এখনও পর্যন্ত কোনও করোনা আক্রান্ত ধরা পড়েনি। অরুণাচল প্রদেশে অবশ্য এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: করোনার গ্রাসে সৌদি রাজপরিবার! আক্রান্ত অন্তত ১৫০ সদস্য

Exit mobile version