রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, মুখ্যসচিবকে ফের চিঠি পাঠাল কেন্দ্রীয় দল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত অসহযোগিতার অভিযোগ তুলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো আন্তঃমন্ত্রক টিম। কলকাতায় আসা টিমের প্রধান তথা প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র শনিবার মুখ্য সচিব রাজীব সিনহাকে ফের একটি চিঠি লিখেছেন। 

তাদের খাওয়াদাওয়া থেকে ঘোরাফেরা, পিপিই-র জোগান থেকে সুরক্ষা— কেন্দ্রের কথা মতো সবটাই রাজ্যের ব্যবস্থা করার কথা। কিন্তু এর কোনওটাই তারা করছে না বলে অভিযোগ জানাল রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় দল। শনিবার বিভিন্ন অভিযোগ, পর্যবেক্ষণ ও প্রশ্নের সঙ্গে এ কথা জুড়ে দিয়ে রাজ্যকে ফের জোড়া চিঠি দিল তারা।

একাধিক বিষয় নিয়ে এর আগে শুক্রবারও রাজ্যকে দু’টি চিঠি লিখেছিলেন কলকাতায় আসা কেন্দ্রীয় দলটির প্রধান অপূর্ব চন্দ্র। শুক্রবার ফের মুখ্যসচিব রাজীব সিংহকে দু’টি চিঠি লেখেন তিনি। তাতে শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শের কথা মনে করিয়ে দেন অপূর্ব চন্দ্র। এর পর তিনি লেখেন, ‘‘২০ এপ্রিল সকাল ১০টায় থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকারকে চারটি চিঠি লিখেছে কেন্দ্রীয় দল। কিন্তু এখনও পর্যন্ত একটিরও জবাব আসেনি। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে ২৩ এপ্রিল যে প্রেজেন্টেশন দেখানো হয়েছিল তাঁদের, তার হার্ডকপিও এসে পৌঁছয়নি।’’

আরও পড়ুন:  রাজ্যে ৫৭ করোনা আক্রান্তের মৃত্যু, তবে করোনার কারণেই মৃত ১৮: জানালেন মুখ্যসচিব

করোনা পরিদর্শনে কোথায় কোথায় যেতে চান, তার একটি সম্ভাব্য তালিকা আগেই রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। সে ব্যাপারেও রাজ্য সরকার উদাসীন বলে অভিযোগ করা হয়েছে। চিঠিতে অপূর্ব চন্দ্র লিখেছেন, ‘‘আগে থেকে তালিকা জমা দেওয়া সত্ত্বেও কোথাও বেরনোর আধ ঘণ্টা আগে কেন্দ্রীয় দলকে জানানো হয়। এখনও পর্যন্ত চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট, বাঙুর হাসপাতাল, ডুমুরজলা কোয়রান্টিন সেন্টার, উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল এবং সালকিয়ার সংক্রমিত এলাকাতেই নিয়ে গিয়েছে রাজ্য সরকার।’’

সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ জানিয়েছিলেন, তাঁরা কেন্দ্রীয় দল ডাকেননি। ফলে ওঁরা থাকবেন, নাকি চলে যাবেন সেটা ওঁদের ব্যাপার। তাঁদের আর কিছু বলার বা দেখানোর নেই। সে প্রসঙ্গও উঠে এসেছে চিঠিতে। বলা হয়েছে, ‘‘মুখ্যসচিব বলেছেন, কেন্দ্রীয় দল যেখানে ইচ্ছা যেতে পারে। কিন্তু স্বাস্থ্য দফতরের অভিজ্ঞ আধিকারিকরা তাঁদের সঙ্গে সময় নষ্ট করতে পারেন না। এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার পরিপন্থী। পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার সময় কেন্দ্রীয় দলকে সব রকম ভাবে সাহায্য করা উচিত রাজ্যের।’’

আরও পড়ুন:  বঙ্গের পাঁচ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest