রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬১, মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা নিয়ে বিতর্কের মধ্যেই সোমবার বিকালে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, পশ্চিমবঙ্গে কোভিড-১৯ পজেটিভ কেসের সংখ্যা ৬১। তারমধ্যে ৫৫ জনই ৭টি পরিবারের। তেহট্টে এক পরিবারের ৫ জন, এগরায় ১২ জন, হাওড়ায় ৮ জন, কম্যান্ড হাসপাতালে চিকিৎসক পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত। এরকমভাবেই ৭টি পরিবার থেকেই ৫৫ জন করোনায় আক্রান্ত। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত ৩ জন। 

আরও পড়ুন: স্বাধীনতার পর সবথেকে বড় জরুরি অবস্থার মুখোমুখি ভারত: রঘুরাম রাজন

মুখ্যমন্ত্রী এ দিন অভিযোগ করেছেন, করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এ বিষয়ে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সাহায্য করতে গড়িমসি করছে বলেও তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন: ৪৮ ঘন্টার মধ্যে করোনাকে খতম করছে উকুন মারার ওষুধ! চাঞ্চল্যকর দাবি অস্ট্রেলিয়ান গবেষকদের

এর পরই মমতা অভিযোগের আঙুল তুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে। পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই), এন-৯৫ মাস্ক ও নমুনা কিট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে পরিসংখ্যান তুলে ধরে অসহযোগিতার অভিযোগ এনেছেন তিনি। তাঁর অভিযোগ, ‘‘যা পাওয়া উচিত ছিল, কেন্দ্রের থেকে তা পাইনি।’’ টাকা দিয়েও সরঞ্জাম মেলেনি বলে অভিযোগ করেছেন তিনি। এর পরেই মমতা বলেন, ‘‘পরিসংখ্যান পাওয়ার পর আশা করি আর কেউ রাজনীতি করার চেষ্টা করবেন না।’’ ক্ষোভপ্রকাশ করে বলেন, “কেন্দ্রের তথ্য নিয়ে কখনও চ্যালেঞ্জ করিনি। কারণ এখন রাজনৈতিক চ্যালেঞ্জের সময় নয়।” এদিন সাংবাদিক বৈঠকে পরিসংখ্যান পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরও ১২ জন সুস্থ হয়ে উঠেছেন। যাঁদের আজই ছেড়ে দেওয়া হবে। আগে ১১ জনকে ছাড়া হয়েছে।

আরও পড়ুন: করোনা আক্রান্ত ২৬ নার্স, ৩ চিকিৎসক- সিল করা হল মুম্বইয়ের ওখার্ড হাসপাতাল

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest