Site icon The News Nest

কেমন করে কাটতে হবে শ্রমিক ট্রেনের টিকিট, জেনে নিন নয়া নির্দেশিকা

নয়াদিল্লি: করোনা ভাইরাসের মারণ সংক্রমণে দেশে একের পর এক লকডাউন পর্ব চলছে৷ সারা দেশে সবরকমের পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ রয়েছে ৷ এই অবস্থায় পরিযায়ী শ্রমিকদের অবস্থা সবচেয়ে শোচনীয় ৷ ১ মে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেয় এই শ্রমিকরা যাতে নিজের নিজের বাড়ি ফিরতে পারেন তাই এঁদের জন্য বিশেষ ট্রেন চলবে ৷ সেই ট্রেনের বিষয়ে ফের এক গুচ্ছ নয়া নির্দেশিকা জারি করল মন্ত্রক ৷

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূ্র্ণ হল টিকিট নিয়ে সিদ্ধান্ত ৷ শ্রমিক ট্রেনের জন্য বিশেষ টিকিট দেবে রেলওয়ে৷ যাতে নির্দিষ্ট যাত্রা শুরুর ও একদম শেষের স্টেশনের নাম প্রিন্ট করা থাকবে ৷ স্থানীয় সরকার নিজেদের ব্যবস্থাপনায় সেই নির্দিষ্ট গন্তব্যের টিকিট পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেবে ৷ তারাই টিকিটের ভাড়া সংগ্রহ করবে৷ তারপর সেই সংগৃহীত টাকা রেলওয়েকে তুলে দেবে এমনটাই জানিয়েছে রেলওয়ে মন্ত্রক ৷

যে রাজ্য থেকে ট্রেন শুরু হবে আর যে রাজ্য অবধি শ্রমিকরা পৌঁছবে তার সংখ্যার হিসেব নিয়ে রেলওয়েকে সেই সংখ্যা জানানো হবে ৷ তারপরে সেই প্রস্তাব অনুযায়ি ট্রেনের ব্যবস্থা করবে রেলওয়ে৷

আরও পড়ুন: ফের রেকর্ড, দেশে করোনা আক্রান্ত ৪০ হাজার ছুঁইছুঁই, মৃত ১৩০১

৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে চলবে এই ট্রেন আর শুরু আর শেষের স্টেশনেই থামবে এই বিশেষ শ্রমিক ট্রেনগুলি ৷ যে স্টেশন থেকে ট্রেনে যাত্রীরা চাপবেন সেখানে শারীরিক পরীক্ষা করা হবে আরোহীদের ৷ যাদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ নেই তারাই এই ট্রেনে চাপতে পারবেন ৷

রাজ্য সরকাররা স্যানেটাইজড বাসে করে শ্রমিকদের ব্যাচে ব্যাচে রেলওয়ে স্টেশনে নিয়ে আসবেন৷ এক একটি ট্রেনে সবচেয়ে বেশি ১২০০ জন করে পরিযায়ী শ্রমিক চাপবেন ৷ যে রাজ্য থেকে ট্রেন ছাড়বে তারা ট্রেনের যাত্রীদের জন্য খাবার প্যাকেট ও জলের ব্যবস্থা করবেন ৷ ১২ ঘণ্টার বেশি যাত্রায় একজন যাত্রী পিছু একটি করে ফুড প্যাকেট দেওয়া হবে৷

যাত্রীদের যাত্রা সূচনাকারী স্টেশনে আরোগ্য সেতু অ্যাপ নামাতে অনুরোধ করবে সংশ্লিষ্ট সরকার৷ দেখে নিন রেলওয়ের সম্পূর্ণ নির্দেশাবলী৷

আরও পড়ুন: ফ্লাই পাস্ট থেকে সেনা ব্যান্ড, করোনা যোদ্ধাদের সেলাম জানাতে ৩ বাহিনীর বিশেষ অনুষ্ঠান, দেখুন ভিডিও

Exit mobile version