বিদেশ থেকে নিখরচায় ফিরল ভারতীয়রা, শ্রমিকদের বেলায় ট্রেন ভাড়া কেন, এবার প্রশ্ন বিজেপি সাংসদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: বিদেশ থেকে ভারতীয়দের বিনামূল্যে ফেরানো হচ্ছে৷ কিন্তু কেন দেশের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে গিয়ে ট্রেনের ভাড়া গুনতে হবে?কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সুরেই এবার কেন্দ্রের সমালোচনা করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷

শ্রমিকদের থেকে রেল ভাড়া নেওয়ায় কেন্দ্রের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন স্বামী৷ তিনি লিখেছেন, ‘অর্ধভুক্ত পরিযায়ী শ্রমিকদের থেকে চড়া হারে রেল ভাড়া নিয়ে অত্যন্ত বোকামির পরিচয় দিয়েছে ভারত সরকার৷ বিদেশে আটকে থাকা ভারতীয়দের এয়ার ইন্ডিয়ার বিমানে বিনামূল্যে নিয়ে আসা হয়েছিল৷ যদি রেল শ্রমিকদের খরচ বহন করতে অরাজি থাকে তাহলে PM CARES তহবিল থেকে সেই ভাড়ার খরচ মিটিয়ে দেওয়া হোক৷’

আরও পড়ুন: করোনা প্রতিরোধী অ্যান্টিবডি আছে দেহে! দাবির পরেই পার্টিতে হাজির পপস্টার ম্যাডোনা

একই সঙ্গে তাঁর দাবি, শ্রমিকদের থেকে ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল৷ খুব শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে সেকথা রেল জানিয়ে দেবে বলে জানিয়েছেন স্বামী৷তিনি বলেছেন এ বিষয়ে রেলমন্ত্রী পীযূষ গয়ালের দফতরের সঙ্গে কথা বলার পরই এই দাবি করছেন তিনি ৷ বিজেপি সাংসদের দাবি, রেলমন্ত্রীর দফতর থেকে তাঁকে জানানো হয়েছে, শ্রমিকদের ট্রেন ভাড়ার ৮৫ শতাংশ বহন করবে কেন্দ্রীয় সরকার৷ আর বাকি ১৫ শতাংশ বহন করে রাজ্যগুলি৷

এর পরেই স্বামী লিখেছেন, ‘রেলমন্ত্রী পীযূষ গয়ালের দফতরের সঙ্গে কথা হলো৷ পরিযায়ী শ্রমিকরা বিনামূল্য সফর করবেন ৷ কেন্দ্রীয় সরকার ৮৫ শতাংশ টাকা দেবে, রাজ্য সরকার ১৫ শতাংশ খরচ বহন করবে৷ মন্ত্রক খুব শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে৷’

একই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছিল কংগ্রেস৷ সনিয়া গাঁধি জানিয়েছিলেন, পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়ার খরচ বহন করবে কংগ্রেস৷

আরও পড়ুন: আজ বৃষ্টিতে ভিজবে কলকাতা, সপ্তাহ জুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest