চালু সরকারি বাস, কোন ১৩টি রুটে মিলবে এই পরিষেবা, দেখে নিন এক পলকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: তৃতীয় দফার লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। শর্তসাপেক্ষে খুলেছে অফিস এবং দোকানও। মানুষের কথা মাথায় রেখে কলকাতা এবং হাওড়া, দুই ২৪ পরগনার মধ্যে ১৩টি রুটে পরিষেবা দিচ্ছে রাজ্য পরিবহণ দফতর।

জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদেরও প্রতিদিনই যেতে হচ্ছে কর্মক্ষেত্রে। এ ছাড়াও এখন অনেকেই বাইরে থেকে ফিরছেন রাজ্যে। সে কথা মাথায় রেখে কলকাতা এবং হাওড়া, দুই ২৪ পরগনার মধ্যে ১৩টি রুটে পরিষেবা দিচ্ছে রাজ্য পরিবহণ দফতর। আগেই অবশ্য ৬টি রুটে সরকারি বাস পরিষেবা চালু হয়েছিল।

তবে কোনও ভাবেই এই বাসে ২০ জনের বেশি যেতে পারবেন না। পরিবহণ দফতরের নির্দেশিকার পরেও, জোর করে বাসে ওঠার চেষ্টা করছেন যাত্রীরা। বাসে উঠতে চেয়ে ডিপোগুলিতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরিবহণ কর্মীদের। বাসের চালক এবং কনডাক্টরেরা আপত্তি করলে, তাঁদের গালিগালাজও করা হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে পুলিশ-প্রশাসনের সাহায্যও নিচ্ছে পরিবহণ দফতর।

আরও পড়ুন: কাল থেকেই কমছে TDS,আয়কর রিটার্নের সময়সীমা বেড়ে হল ৩০ নভেম্বর

বিশেষ করে বাস ডিপোতে ভিড় এড়াতে সেখানে পুলিশ মোতায়েনেরও চিন্তাভাবনা চলছে। তবে যাত্রীদের অভিযোগ, এক ঘণ্টা অন্তর মাত্র ২০ জন নিয়ে এত কম সংখ্যক বাস চললে অফিস বা গন্তব্যে কী করে পৌঁছানো সম্ভব? বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সময়ের ব্যবধানও কমাতে হবে বলে দাবি জানাচ্ছেন যাত্রীরা।

যে রুট গুলিতে বাস চলবে তা দেখে নিন এক পলকে

হাওড়া স্টেশন -কামালগাজি এস- ২৪
এসপ্ল্যানেড -আমতলা সি -৩৭
হাওড়া স্টেশন -নিউটাউন এস -১২
ডানলপ -বালিগঞ্জ এস -৯ এ
হাওড়া স্টেশন-গড়িয়া এস ৫
হাওড়া স্টেশন-গড়িয়া এস ৭
যাদবপুর-করুণাময়ী এস ৯
জোকা -বারাসত সি ৮
উল্টোডাঙা-সল্টলেক এটি -৭
হাওড়া স্টেশন -বারুইপুর সি ২৬
হাওড়া স্টেশন-ঠাকুরপুকুর এস ১২ ডি
বারাসত -গড়িয়া এস ৩৭
টালিগঞ্জ করুণাময়ী -নিউটাউন এস টি ৬

হাওড়া স্টেশন -কামালগাজি এস- ২৪
এসপ্ল্যানেড -আমতলা সি -৩৭
হাওড়া স্টেশন -নিউটাউন এস -১২
ডানলপ -বালিগঞ্জ এস -৯ এ
হাওড়া স্টেশন-গড়িয়া এস ৫
হাওড়া স্টেশন-গড়িয়া এস ৭
যাদবপুর-করুণাময়ী এস ৯
জোকা -বারাসত সি ৮
উল্টোডাঙা-সল্টলেক এটি -৭
হাওড়া স্টেশন -বারুইপুর সি ২৬
হাওড়া স্টেশন-ঠাকুরপুকুর এস ১২ ডি
বারাসত -গড়িয়া এস ৩৭
টালিগঞ্জ করুণাময়ী -নিউটাউন এস টি ৬

আরও পড়ুন: সুখবর! লকডাউনের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest