Site icon The News Nest

লকডাউনে বা‌ড়ির উদ্বৃত্ত খাদ‌্য গ্রামবাসী‌দের দান কর‌ছেন মহম্মদবাজা‌রের মানুষ

111 1

সু‌বিদ আবদুল্লাহ্:

লকডাউনের দুঃসম‌য়ে অসহায় মানু‌ষের পা‌শে দাঁড়া‌লেন মহম্মদবাজা‌রের মানুষ। ‘মহম্মদবাজার সংহ‌তি মহ‌ফিল’ না‌মের সংস্থা গঠন ক‌রে নি‌জেদের ঘ‌রের স‌ঞ্চিত খাদ‌্য গরীব ও অসহায়‌ মানুষদের ম‌ধ্যে দান ক‌রে‌ছেন। বীরভূ‌মের মহম্মদবাজার ব্ল‌কের সাহানগর, তিনপুকুর গ্রা‌মের ২৫০০ প‌রিবা‌রের বা‌ড়ি‌তে প্রয়োজনীয় খাবার পৌঁ‌ছে দেবার কাজ চল‌ছে। টে‌লি‌ফোনে এক সাক্ষাৎকা‌রে সংস্থার কর্তা রুহুল আমীন জানান, এটা ক‌রে তাঁরা প্রতি‌বে‌শির হক আদায় করলেন।

আরও পড়ুন: দরিদ্র মানুষকে সাহায্য করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, নিষিদ্ধ হল রাজস্থানে

লকডাউনের কানাঘু‌ষোয়‌ সক‌লেই বা‌ড়ি‌তে প্রয়োজনীয়ও খাদ‌্য সঞ্চয় করে‌ছেন। তা‌দের ম‌ধ্যে ছিল সাহানগর, তিনপুকুর গ্রা‌মের দ‌ক্ষিণপাড়া, প‌শ্চিমপাড়া, ডাক্তারপাড়াও। কিন্তু এত দীর্ঘ সম‌য়ের লকডাউ‌নের কথা তারা ভা‌বেন‌নি। কারন, ভূ‌মিহীন দিনমজুর রা‌জিয়া বি‌বি, আ‌দোরা বি‌বি, প্রমীলা কাহার, কা‌র্তিক বাউ‌রির কা‌ছে একুশ দি‌নের খাদ‌্য সঞ্চয় করার মত অর্থ ছিল না। এক সপ্তা‌হের খাদ‌্য সঞ্চয় ক‌রে‌ছিল তারা।

আরও পড়ুন: মাস্ক পরা বাধ্যতামূলক হল রাজ্যে, নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা

কিন্তু ৩১ মা‌র্চের আ‌গেই প‌রি‌স্থি‌তি সব বদ‌লে গেল। জানা‌ গেল, উক্ত পাড়াগু‌লোয় অ‌নে‌কের বা‌ড়ি‌তেই উনুন জ্ব‌লে‌নি। এ সব জানার পর গ্রা‌মের পাড়াগু‌লো ঘু‌রে চি‌হ্নিত ক‌রলেন দুস্থ‌দের এক‌টি তা‌লিকা। রুহুল সা‌হেব জানা‌লেন, সন্ধান ক‌রে জানা গেল, বহু মানু‌ষের বা‌ড়ি‌তে এক‌বেলার মত খাদ‌্যও স‌ঞ্চিত নেই। বাচ্চারা খাবা‌রের জন‌্য কাঁদ‌ছে। তখনই উ‌দ্যোগ নেওয়া হয় প্রতি‌বে‌শি‌ ‌২৫০০ প‌রিবা‌রের ম‌ধ্যে খাদ‌্য বি‌লি ক‌রা হ‌বে। চাল, ডাল, তেল, মশলা বণ্টন কর‌ার সময় হাত পে‌তে চা‌লের প‌্যা‌কেট হা‌তে নি‌য়ে প্রমীলা কাহার কাঁ‌দো কাঁ‌দো ক‌ণ্ঠে জানাল, আপনাদের এই দা‌নের প্রতিদান দে‌বেন ঈশ্বর।

আরও পড়ুন: এবার ৪৫০০০ দরিদ্রের রোজকার খাবার দায়িত্ব নিলেন সোনু সুদ

Exit mobile version