করোনা আতঙ্কে ‘সেনসলেস’ সেনসেক্স, লাগাতার পতনের জেরে ‘লকডাউন’ শেয়ার বাজারও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: সোমবার সকালেই সিঙ্গাপুর এক্সচেঞ্জের চওড়া পতনে জোরালো ইঙ্গিত মিলেছিল। এ দেশের শেয়ার বাজার খোলার পর সেই ছবির খুব একটা গরমিল ধরা পড়ল না।

আরও পড়ুন:  করোনা সঙ্কট: সোমবার থেকে ব্যাঙ্কেও শুধুমাত্র জরুরি পরিষেবা মিলবে

এ দিন প্রি-ট্রেডিং সেশনে ভারতীয় শেয়ার বাজারের দুই মূলসূচক সেনসেক্স এবং নিফটির পতন দেখা যায় যথাক্রমে ৭.৭১ শতাংশ এবং ৯.১৪ শতাংশ। বাজার খোলার পরেও সেই পরিস্থিতির খুব একটা উন্নতি ঘটেনি। উল্টে সেনসেক্স-নিফটি উভয়েই মিনিট পনেরোর মধ্যে প্রায় ১০ শতাংশের নীচে নেমে যায়। একই অবস্থার মুখোমুখি নিফটি ব্যাঙ্ক । কতকটা একই ভাবে সিঙ্গাপুর এক্সচেঞ্জও এক সময় ১০ শতাংশের নীচে নিমজ্জিত হয়।

বিশ্বজুড়ে করোনা আতঙ্কে সব দেশের শেয়ার সূচকেরও একই হাল।করোনাভাইরাস মহামারীর জেরে তীব্র আশঙ্কার সৃষ্টি হয়েছে বিশ্ব অর্থনীতিতে। যার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও।হ্যাংসেং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকও অধোগামী।এ দিন নিফটি এবং সেনসেক্স সূচকের সব সেক্টর রক্তাক্ত।

আরও পড়ুন: সচেতনতা তলানিতে! কাঁসর-ঘণ্টা নিয়ে পথে জনতা, উঠল ‘জয় মা করোনা’ ধ্বনি

Gmail 6

 

ব্যাঙ্ক ৭.৪২ শতাংশ, অটো ৮.৩৭ শতাংশ, এনার্জি ৭.৪৩ শতাংশ, আইটি ৬.৮ শতাংশ পতন হয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest