করোনা গ্রাসে বিশ্ব: সংক্রমণের সংখ্যা সাড়ে ৬ লক্ষ, মৃত্যু ছাড়াল ৩০ হাজার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আর পাল্লা দিয়ে বাড়ছে বাড়ছে মৃত্যুও। সারা পৃথিবীতে করোনায় মৃত্যু হয়েছে ৩০ হাজার ৮৫৫। এর বেশির ভাগটাই ইটালি ও স্পেনে। গোটা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লক্ষ ৬৩ হাজার ১৬৮। সবচেয়ে উদ্বেগজনক অবস্থা আমেরিকা, স্পেন ও ইটালি। ওই তিন দেশেই একলাফে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেকটাই।

আরও পড়ুন:  Live: করোনা পরিস্থিতি নিয়ে প্রথম ‘মন কি বাত’ প্রধানমন্ত্রীর

death 2

পৃথিবী জুড়ে অন্তত ১৭৫টি দেশে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এই মুহূর্তে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক আমেরিকায়। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার। মৃত্যু হয়েছে ২ হাজারের বেশি মানুষের। এর মধ্যে শুধু মাত্র নিউইয়র্ক শহরেই মারা গিয়েছেন সাড়ে ছ’শোর বেশি মানুষ। এর মধ্যেই নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে চিনের হুবেই প্রদেশে। সেখানে ফের ৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। চিনে নতুন করে আক্রান্তের সংখ্যাও কিছুটা বেড়েছে। হুবেই প্রদেশের উহানেই প্রথম থাবা বসিয়েছিল করোনা। সংক্রমণের ফলে লাফিয়ে লাফিয়ে মৃত্যু বাড়ছে ইরান ও ফ্রান্সেও। জার্মানিতেও থাবা বসিয়েছে করোনা। সেখানে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজারের বেশি মানুষ।

তবে এখনও পর্যন্ত লাতিন আমেরিকা এবং আফ্রিকার দেশগুলিতে করোনার তেমন প্রভাব দেখা যায়নি।

আরও পড়ুন: দিল্লি থেকে মধ্যপ্রদেশের বাড়িতে ফেরার চেষ্টা, ২০০ কিমি হেঁটে রাস্তাতেই মৃত্যু রেস্তরাঁ কর্মীর

Gmail 7

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest