Site icon The News Nest

জমির পাট্টা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজে, দখল দিতে ৪০,০০০ টাকা দাবির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Howrah: West Bengal Chief Minister Mamata Banerjee during a meeting with Industrialist and Traders regarding novel coronavirus (COVID 19) pandemic, in Howrah on April 9, 2020. (Photo: IANS)

The News Nest: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে হাতে তুলে দেওয়া পাট্টার জমির দখল দিতে কাটমানি চাওয়ার অভিযোগ তাঁরই দলের নেতাদের বিরুদ্ধে। এমনই অভিযোগ করেছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার শ্রীনগর গ্রামের বাসিন্দা অসীমা পাখিরা ও তাঁর স্বামী অরূপ। অভিযোগ, ২ শতক জমির দখল পাইয়ে দিতে ৪০,০০০ টাকা কাটমানি চেয়েছে সেখানকার তৃণমূল নেতৃত্ব। 

আরও পড়ুন : বলিহারি নিশানা! হাতি তাড়াতে গিয়ে বনকর্মীদের গুলিতে জখম দাদু-নাতনি, বেজায় ক্ষুব্ধ গ্রামবাসীরা

২০১৮ সালের ২১ মার্চ, আন্তর্জাতিক ভাষা দিবসে ডেবরায় এক অনুষ্ঠানে অসীমা দেবীর হাতে ২ শতক জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাট্টার কাগজ হাতে পেয়ে গদগদ হয়ে বাড়ি ফেরে গোটা পরিবার। জমি যখন হয়েছে, তখন মাথার ওপর একটা ছাদও হবে।

বেশ কিছুদিন কাটলেও পাট্টার জমির দখল দিতে এগিয়ে আসেননি শাসকদলের স্থানীয় কোনও নেতা। এর পর নিজেরাই শাসকদলের স্থানীয় নেতৃত্বের কাছে যায় পরিবারটি। অভিযোগ, তখনই পাট্টার জমির দখল দিতে ৪০,০০০ টাকা দাবি করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, শুধু ওই পরিবার নয়, মুখ্যমন্ত্রীর দেওয়া পাট্টার জমির দখল প্রায় কোনও পরিবারই পায়নি। ঘটনার কথা জানা ছিল না বলে দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দলুই। 

জমি নিয়ে রাজনীতি এ বঙ্গের চেনা ছবি। বাম আমলেও ভূমি সংস্কারের নাম করে এই রাজনীতি চলেছে। অপারেশন বর্গার নাম শুনে অনেকে গদ্গদ হন বটে, তারা হয়ত বহু করুণ কাহিনী জানেন না। বর্গাদার অসহায় বিধবা পরিবারকে, এবং সম্বলহীন মালিকদের লালপার্টির ভয় দেখিয়ে আধমরা করে রেখেছিল। সেদিনের লালপার্টির অনেকেই আজ সবুজ ছায়া তলে। জল মাপছে অনেকেই। সুযোগ হলেই তারা গেরুয়া পতাকা নিচে জয় শ্রীরাম বলে হংকার ছাড়বে।

আরও পড়ুন : এবার ধর্মতলায় ২১ জুলাইয়ের সভা হবে না , ঘোষণা মমতার,বিজেপি-কেও হুঁশিয়ারি

Exit mobile version