নয়াদিল্লি: রাজ্যে ইতিমধ্যেই চলে এসেছে ১০,০০০ র্যাপিড টেস্ট কিট। সেই কিট দিয়ে রাজ্যের রেড জোনগুলিতে পরীক্ষা শুরু হওয়ার কথা। এরমধ্যেই ওই কিট আপাতত ২ দিন ব্যবহার না করার পরামর্শ দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। অবশ্য নির্দেশিকা জারির আগেই এ দিন ওই পরীক্ষা বন্ধ রেখেছে রাজস্থান।
পশ্চিমবঙ্গে সোমবার থেকে শুরু হলেও, এ দিন র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট ব্যবহার করা বন্ধ করে দিয়েছে রাজস্থান। আইসিএমআর-এর নির্দেশের আগেই এ কথা জানিয়ে দেন মরুরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা। এ ব্যাপারে আইসিএমআর-এর গাইডলাইনও চান তিনি। তাঁর মতে, এই ধরনের পরীক্ষায় চূড়ান্ত ভাবে রোগ ধরা যায় না। সে জন্য প্রয়োজন পিসিআর পরীক্ষা।
আরও পড়ুন: রাজ্যে এসে পৌঁছল কেন্দ্রীয় দল, নমো-শাহকে ট্যাগ করে ‘কারণ’ জানতে চাইলেন মমতা
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ICMR-এর এপিডেমিওলজি ও কমিউনিকেবল ডিজিজের প্রধান রমন আর গঙ্গাখেড়কর জানিয়েছেন, ‘একটি রাজ্যে কম পরীক্ষার অভিযোগ পেয়েছিলাম আমরা। সেই মতো আরও তিনটি রাজ্যের সঙ্গে কথা বলে জানতে পারলাম, পরীক্ষার ফলে অনেক হেরফের পাওয়া গিয়েছে। সেইসঙ্গে নমুনার নির্ভুল পজিটিভ ফলাফল কোথাও ৬ শতাংশ আবার কোথাও ৭১ শতাংশ।’
States advised not to use rapid testing kits for two days. A lot of variations, kits will be tested and validated by on-ground teams and we will give advisory in the next 2 days: R Gangakhedkar, Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/rWGe5a3T9Z
— ANI (@ANI) April 21, 2020
যখন এত বেশি তারতম্য লক্ষ্য করা যায় তখন বিষয়টি তদন্তসাপেক্ষ বলে মনে করছে আইসিএমআর। গঙ্গাখেড়কর জানিয়েছেন, ‘মাত্র সাড়ে তিন মাস আগে এই রোগের সৃষ্টি। সুতরাং প্রযুক্তিগত দিক থেকে আরও নির্ভুল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, আগামী দুদিন আইসিএমআরের ৮টি বিশেষজ্ঞ দল র্যাপিড টেস্টের ফল যাচাই করতে বিভিন্ন জায়গায় ঘুরবে। যাচাই পর্বে পরীক্ষার ফলাফলে নিশ্চিত হলে তবেই রাজ্যগুলিকে র্যাপিড টেস্টের কিট ব্যবহারের সংকেত দেওয়া হবে। তাই অন্তত দুদিন রাজ্যগুলিকে র্যাপিড টেস্টের কিট ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল। ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিযেক বন্দ্যোপাধ্যায় এ দিন টুইটারে কেন্দ্রের উদ্দেশে লিখেছেন—আইসিএমআর থেকে ত্রুটিপূর্ণ কিট পাঠিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সামনে আপনারা প্রতিবন্ধকতা তৈরি করছেন। অভিষেক আরও লিখেছেন, ‘‘কোভিড-১৯ সঙ্কট মোকাবিলার নামে আপনারা বাঙালিদের জীবন নিয়ে খেলছেন।’’
আরও পড়ুন: নাইসেডের পাঠানো কিট ত্রুটিপূর্ণ!টেস্টে দেরি হচ্ছে, বিস্ফোরক অভিযোগ নবান্নের