Site icon The News Nest

করোনায় আক্রান্ত কংগ্রেস ত্যাগী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর মা,একই দিনে ছাড়া পেলেন সম্বিৎ পাত্র

 The News Nest: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর এবার আরও এক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব করোনার কবলে। তিনি বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আপাতত দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মা তথা গোয়ালিয়রের রাজমাতা মাধবী রাজে সিন্ধিয়াও করোনা সংক্রমিত হয়েছেন বলে খবর। তিনিও দিল্লির ম্যাক্স হাসপাতালেই চিকিৎসাধীন।

প্রাথমিকভাবে খবর, কাশি ও জ্বরের কারণে জ্যোতিরাদিত্য ও তাঁর মা’কে সাকেতের ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেদিনই তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার রিপোর্ট আসতে দেখা যায়, মা-ছেলে দু’জনেই করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাঁরা কীভাবে সংক্রামিত হয়েছেন, তা এখনও জানা যায়নি।

এদিকে এদিনই হাসপাতাল থেকে ছাড়া পেলেন আর এক বিজেপি নেতা, সম্বিত পাত্র। ২৮ তারিখ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। কয়েক দিন ধরেই জ্বর ও সর্দি কাশির উপসর্গ ছিল সম্বিত পাত্রের। সেই কারণে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

বিস্তারিত খবর আসছে…

Exit mobile version