Cow Hug Day : Appeals of Dilip Ghosh On Govt Withdrawl

Cow Hug Day : ‘কাউ হাগ ডে’ প্রত্যাহারে মন খারাপ? কী বললেন দিলীপ ঘোষ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ঢাক ঢোল পিটিয়ে ভ্যালেন্টাইন্স ডে-র দিনে ‘কাউ হাগ ডে’ পালনের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক দানা বাঁধতেই শেষমেশ ঢোক গিলেছে কেন্দ্র। প্রত্যাহার করে নেওয়া হয়েছে সেই কর্মসূচি। যা নিয়ে দিলীপ ঘোষ এবার প্রতিক্রিয়া দিয়েছেন।

এমন একটি বিষয়ে ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?

শনিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের ‘কাউ হাগ ডে’ প্রত্যাহার ইস্যুতে মুখ খোলেন দিলীপ। তিনি বলেন, ‘জানিনা কেন করেছিল। সরকার হয়তো পরীক্ষামূলক ভাবে দেখতে চেয়েছিল, কি পরিস্থিতি হয়। এগুলো নিয়ে কথাবার্তা বলা উচিত। আমাদের দেশে সব কিছু নিয়েই বিতর্ক হয়। অনেকেরই প্রথমে মেনে নিতে অসুবিধা হয়। কে করেছে, কেন করেছে দেখতে হবে। সিএএ পাশ হয়েছে। কিন্তু লাগু হয়নি। কৃষি বিলও প্রত্যাহার করতে হল। অথচ দেশের জন্য সেটা দরকার ছিল।’

এবারের ভ্যালেন্টাইন্স ডে-র দিনে গোমাতাকে শ্রদ্ধা জানাতে অভূতপূর্ব পরিকল্পনা নিয়েছিল মোদী সরকার।কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, ‘পশ্চিমী সংস্কৃতির আগ্ৰাসনে আমাদের বৈদিক সভ্যতা দিন দিন বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। পশ্চিমী সভ্যতার চাকচিক্য আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে প্রায় ভুলিয়ে দিচ্ছে বলা যায়। গরুর থেকে প্রচুর উপকার পাওয়া যায়। তাই গরুকে জড়িয়ে ধরলে শুধু ব্যক্তি নয়, গোটা সমাজই সুখী হবে। সমৃদ্ধ হবে আবেগ। তাই, গোমাতার উপকারের কথা মাথায় রেখে সমস্ত গরুপ্রেমীদের অনুরোধ করা হচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-এর পাশাপাশি কাউ হাগ ডে হিসেবে পালন করা হোক।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest