অবিকল বিরাট! জেনে নিন কে এই ব্যক্তি যাঁকে নিয়ে নেটপাড়ায় এত শোরগোল…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: ২২ গজের তাঁদের দ্বৈরথ সকলেই দারুণ এনজয় করে। অনেক সময়ই বিরাট কোহলির মারমুখী ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়েন পাকিস্তানি পেসার মহম্মদ আমির। তবে এবার বিরাটকে নিয়ে সম্পূর্ন ভিন্ন রকম ধন্দে পড়লেন এই পাক পেসার। শুক্রবার টুইটারের দেওয়ালে একটি ছবি পোস্ট করে আমির লেখেন, ‘বিরাট ভাই এটা কি তুমি, আমি পুরো কনফিউসড’? 

তুর্কিশ টিভি সিরিজ ‘এরতুগাল গাজি’ দেখছিলেন আমির। আর সেখানেই আমিরের নজরে আসেন বিরাটের মতোই দেখতে ওই ব্যক্তি। এমনকী এরপর ট্যুইটে ওই চরিত্রের ছবি প্রকাশ করে বিরাটের কাছে প্রশ্নও ছুড়ে দেন আমির, ‘টিভি সিরিজেও অভিনয় করছ বিরাট?’ এরপরই নেটপাড়ায় শোরগোল পড়ে যায় বিখ্যাত এরতুগাল গাজির চরিত্রে অভিনয় করেছেন কোন ব্যক্তি? যিনি আবার হুবহু বিরাট কোহলির মতোই দেখতে। এরতুগাল গাজিকে নিয়ে তৈরি এই তুর্কিশ সিরিজ জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম Netflix-এ দেখা যাচ্ছে। ২০১৪ সালে এই সিরিজ তৈরি হয়েছিল। পাঁচ সিজনের শেষটি মুক্তি পেয়েছিল গত বছর। ওসমানের পিতা এর্তুগাল গাজি আদতে ওত্তোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তাঁকে ঘিরেই তৈরি হয়েছে জনপ্রিয় এই তুর্কিশ সিরিজ।

আরও পড়ুন: অধিনায়কত্ব খোয়ালেন সরফরাজ,পাকিস্তানের নতুন নেতা বাবর আজম

ছবি দেখতে আপনিও চমকে যেতে বাধ্য!আপনার মনেও প্রশ্ন জাগবে ক্রিকেট ব্যাট ছেড়ে তির ধনুক হাতে কি করছেন বিরাট? নাকি পেশা বদলে এবার অভিনয়কেই কেরিয়ার হিসাবে বেছে নিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন!

কিন্তু অবিকল বিরাটের মতোই দেখতে গাজির চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি আদতে কে?

https://www.instagram.com/p/BtyjXjlhqIV/
  • অভিনেতার নাম ক্যাবিট সেটিন গুনের। তুর্কির ইস্তানবুলে তাঁর জন্ম। বিরাট কোহলির থেকে মাত্র ৩ বছরের বড় তিনি। বয়স এই মুহূর্তে ৩৪।
  • বেশ কিছু টিভি শো’তে তিনি অভিনয় করেছেন। তবে ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্টে উঁকি মারতেই দেখা গেল যে, তিনি মোটেই বিরাটের মতো দেখতে নন। যদিও বিয়ার্ড লুকে তাঁকে বেশ কিছু ক্ষেত্রে বিরাটের মতোই দেখতে লাগে।
  • আসলে এর্তুগাল গাজির মুখ অনেকটাই মেলে ভারতীয় ক্রিকেট অধিনায়কের সঙ্গে।
  • আর তুর্কিশ সিরিজের ওই চরিত্রে ক্যাবিটের বিয়ার্ড লুক এমন করা হয়েছে, তাঁকে হুবহু গাজির মতোই দেখতে লাগছে।
  • কাকতালীয় ভাবে বিরাট কোহলির সঙ্গেও মিলে যাচ্ছে তাঁর এই লুক।

আরও পড়ুন: মানুষের পাশে আফ্রিদি, মন্দিরে খাবার বিলি করলেন পাক তারকা

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest