Site icon The News Nest

মাস্ক পড়ুন, এবার ভিডিও বার্তা বিরাট- সৌরভ -সচিনদের

2020 42020041818222724487 0 news large 17

ওয়েব ডেস্ক: সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছেন ভারতের প্রাক্তন থেকে তরুণ ক্রিকেটাররা। বিসিসিআই-এর তরফে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে মোটা অঙ্কের টাকা অনুদান দিতেও দেখা গিয়েছে। এবার দেশের মানুষকে আরও একটু সচেতন করতে ভারতীয় ক্রিকেট বোর্ড ‘টিম মাস্ক ফোর্স’ ঘোষণা করল।

বিরাট কোহলি (Virat Kohli) এবং সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মতো ভারতের সেরা ক্রিকেটাররা এসেছেন প্রচারে।পাবলিক প্লেসে মাস্ক পরার প্রচার এবং দেশকে কোভিড-১৯ মহামারীর মোকাবেলায় সহায়তা করার জন্য একটি নতুন ভিডিও তৈরি করল বিসিসিআই ।বিসিসিআই টুইট করে জানিয়েছে, ‘‘টিম ইন্ডিয়া এখন #টিমমাস্কফোরস!

বিসিসিআই-এর এই ‘টিম মাস্ক ফোর্স’-এ রয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তরুণদের মধ্যে এই দলে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে প্রাক্তনদের মধ্যে যেরকম সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন, তেমনই আছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র শেহওয়াগ এবং হরভজন সিং। মহিলা ক্রিকেট দল থেকেও আছেন স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কউর এবং মিতালী রাজ।

আরও পড়ুন:  ‘শিলা কি জাওয়ানি’তে জমিয়ে নাচলেন ডেভিড ওয়ার্নার, শেয়ার করলেন সেরা আইপিএল মুহূর্ত

ভিডিয়োর ঠিক শুরুতেই বিরাট বার্তা দিয়ে বলে উঠলেন, ‘আপনারার পুরো পরিবার মিলে আমাদের উদ্দীপনা বাড়ান। আর আজ আমি আপনার পুরো পরিবারের জন্য একটা কথা শেয়ার করতে এসেছি। ভারতীয় দলে খেলা আমার জন্য অনেক বড় ব্যাপার। কিন্তু আজকে আমরা আরও বড় একটি দল গঠন করতে চলেছি। আর তা হল “টিম মাস্ক ফোর্স”। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমাদের প্রধানমন্ত্রী যেরকম করোনাভাইরাস মোকাবিলার জন্য বহু টাস্ক ফোর্স বানিয়েছেন। তেমনই …” আর এরপরই দাদা ব্যাটন তুলে দিলেন স্মৃতি মান্ধানার কাছে।

তেন্ডুলকার বলেন, ‘‘কাম অন ভারত, মুখোশ তৈরি করুন এবং মুখোশ বাহিনীর অংশ হয়ে উঠুন। এবং ২০ সেকেন্ডের জন্য হাত ধোন এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ভুলবেন না।”

আরও পড়ুন:  আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান, সিদ্ধান্ত লিগ কমিটির

Exit mobile version