কলকাতা: কঠিন পিচে টেস্ট ম্যাচ খেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বল সিমও করছে স্পিনও হচ্ছে। ব্যাটসম্যানের ভুল করার কোনও জায়গা নেই। এর মধ্যেই ব্যাট হাতে উইকেট না খুইয়েই রান করতে হবে। ম্যাচটা জিততেই হবে। আশা একটাই, সবাই মিলে লড়াই করলে আমরা জিতবই।” করোনা লড়াই প্রসঙ্গে এমনটাই বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিশ্ব জুড়ে ৩৪ লক্ষের মতো মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত। মৃত্যুর সংখ্যা আড়াই লক্ষের কাছাকাছি। একটি অনুষ্ঠানে সৌরভ বলেছেন, “এই মুহূর্তের পরিস্থিতি বিপজ্জনক পিচে টেস্ট ম্যাচ হওয়ার মতো। বল সিম করছে, ঘুরছেও। ব্যাটসম্যান সামান্য ভুল করলেই মুশকিল। ব্যাটসম্যানকে আবার উইকেট বাঁচিয়ে রাখার পাশাপাশি রানও করতে হবে। মাথায় রাখতে হবে মার্জিন অফ এরর খুব সামান্য। আর সেই ভাবেই জিততে হবে টেস্ট।”
আরও পড়ুন: 40 পয়সার এই অ্যান্টাসিডই করোনার ওষুধ? পর্যাপ্ত জোগান রাখতে তোড়জোড় মোদী সরকারের
করোনা মোকাবিলায় জনসাধারণের পাশে দাঁড়াতে একাধিক উদ্যোগ নিতে দেখা গিয়েছে সৌরভকে। কখনও দুস্থদের জন্য চালের ব্যবস্থা করেছেন তো কখনও ইসকনে প্রতিদিন দশ হাজার মানুষের খাবারের দায়িত্ব নিয়েছিলেন তিনি। এসবের মধ্যেও মেনে চলেছেন লকডাউনের সমস্ত নিয়ম। ক্রিকেটীয় কার্যকলাপ বন্ধ থাকায় বাড়িতে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন দাদা।
করোনা-পরিস্থিতি যে কাটিয়ে ওঠা যাবে, সেই বিষয়ে আশাবাদী সৌরভ। তিনি বলেছেন, “এটা খুব কঠিন সময়। তবে আমরা আশা করছি যে একসঙ্গে লড়াই করে এই ম্যাচটা জিততে পারব।” মৃত্যুর সংখ্যা যে ভাবে বাড়ছে, তাতে ব্যথিত ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেছেন, “বর্তমান পরিস্থিতি দেখে খুব হতাশ। কত মানুষ কষ্ট পাচ্ছেন। কী ভাবে এটা থামানো যাবে, তা বুঝতে এখনও হিমসিম খাচ্ছি আমরা। বিশ্ব জুড়ে এই পরিস্থিতিতে আমি উদ্বিগ্ন। জানি না কী ভাবে, কখন আর কোথা থেকে এটা এল। এমন কিছুর জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না।”
আরও পড়ুন: বাড়ি ফিরলেন ঋদ্ধিমা,পরিবারের সদস্যদের উপস্থিতিতে হল ঋষি কাপুরের স্মরণসভা