মানসিক স্বাস্থ্য নিয়ে WHO প্রধানের সঙ্গে আলোচনা বাতিল, ক্ষুব্ধ দীপিকা পাড়ুকোন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে আলোচনায় বসার কথা ছিল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং WHO প্রধানের (Adhanom Ghebreyesus)। অনিবার্য কারণে আপাতত স্থগিত সেই বৈঠক। সোশ্যালে একথা জানিয়েছেন স্বয়ং অভিনেত্রী।

মানসিক স্বাস্থ্য, অবসাদের মতো বিষয়গুলি নিয়ে বরাবরই সরব দীপিকা পাডু়কোন। মহামারী করোনার জেরে গোটা বিশ্বে উদ্বেগজনক পরিস্থিতি। যা নিঃসন্দেহে প্রভাব ফেলছে মানুষের মানসিক স্বাস্থ্যের উপর। এই বিষয় নিয়েই আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিসাসের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল দীপিকার। তবে শেষ মূহূর্তে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এই বৈঠক। বুধবার রাতে ইনস্টাগ্রাম পোস্টে এ কথা জানান দীপিকা। তবে কেন বাতিল হল বৈঠক? সেব্যাপরে স্পষ্ট করে কিছুই জানাননি অভিনেত্রী। শুধু বলা হয়েছে ‘অনিবার্য কারণবশত স্থগিত রাখা হচ্ছে’।

আরও পড়ুন: লকডাউনে নাচের ভিডিও শেয়ার করলেন কিয়ারা, ভাইরাল হল মুহূর্তে

 তাঁর ক্ষোভ, মহামারী এবং লকডাউনের সময় শারীরিক সুস্থতার পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ মানসিক সুস্থতাও। কিন্তু সেদিকে নজর দেওয়ার তাগিদ অনুভব করছেন না WHO প্রধান। এটি তিনি একেবারেই আশা করেননি। আলোচনায় কী করে মানসিক দিক থেকে ভেঙে না পড়ে বিশ্ববাসী লড়াই চালাতে পারেন মহামারীর বিরুদ্ধে সেটাই ছিল দুই পক্ষের আলোচনার বিষয়। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরিই এই আলোচনার আয়োজন করা হবে। এই মুহূর্তে বিশ্বের সার্বিক পরিস্থিতি দেখেই স্থগিত রাখা হয়েছে বৈঠক।

অভিনেত্রী ফের একবার মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে অনুরাগীদের জানিয়েছেন, ‘এটা মহামারীর সঙ্গে জড়িত খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি আশা করছি মানুষজন মানসিক স্বাস্খ্যকে আরও গুরুত্ব সহকারে দেখা শুরু করবে এই কঠিন সময়ে এবং তারপরেও, অনেক ভালোবাসা’।

বারবার প্রকাশ্যে নিজে মানসিকভাবে অবসাদগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন দীপিকা। ২০১৪ সালে ডিপ্রেশনের শিকার হয়েছিলেন রণবীর ঘরণী। এরপরই লিভ, লাভ, লাফ ফাউন্ডেশন শুরু করেন দীপিকা। ২০১৫ সাল থেকে এই সংগঠন মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষকে সচেতন করার কাজ করে আসছে।

আরও পড়ুন: রুটি খারাপ বানানোয় বোনকে মারধর! কার্তিকের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ

Gmail 2

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest