উসকানির অভিযোগ, দিল্লির সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে FIR

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট করার অভিযোগে দিল্লির সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান জাফারুল ইসলাম খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। স্পেশ্যাল সেল তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করেছে। যুগ্ম নগরপাল নীরজ ঠাকুর জানিয়েছেন, ১২৪এ এবং ১৫৩এ ধারায় মামলা দায়ের হয়েছে।

গত বৃহস্পতিবার একটি টুইট করেছিলেন জাফারুল। অভিযোগ, সেই টুইটটি উসকানিমূলক ছিল। করোনা আবহে সংকটের মুহূর্তে তাঁর টুইট অত্যন্ত সংবেদনশীল ছিল বলে মত পুলিশের। পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান। কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না। জানা গিয়েছে, দিল্লি নিবাসী এক ব্যক্তি জাফারুলের বিরুদ্ধে উসকানিমূলক পোস্ট করার অভিযোগ দায়ের করেন। এরপর দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা ও স্পেশ্যাল সেল মামলা রুজু করে।

আরও পড়ুন: লকডাউনে উত্তাল যৌন জীবন, বাজারে অমিল কন্ডোম, প্রেগন্যান্সি কিট

জাফরুল এবিষয়ে আলাদা করে কোনও মন্তব্য করতে চাননি।তিনি বলেন, ‘আমি কোনও এফআইআর দেখিনি। যখন দেখব, তখন মুখ খুলব।’তিনি আরও বলেন, বৃহস্পতিবার আমি নিজে ক্ষমা চেয়েছি। বলেছি এই সময় এমন মন্তব্য করা ঠিক হয়নি। কারো ভাবাবেগ এই মন্তব্য আঘাত করলে দুঃখ প্রকাশ করেছি।

কী এমন পোস্ট করেছিলেন জাফারুল? গত ২৮ এপ্রিল দিল্লি সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তাঁর টুইটার হ্যান্ডেল ও ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেই পোস্টে একজন পলাতক অপরাধীর প্রশংসা করেন জাফারুল। সেই অপরাধীর বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি করেছে। ইউপিএ আইনেও অভিযুক্ত সেই ব্যক্তি। কিন্তু এরপরই শোরগোল পড়ে যায় জাফারুলের পোস্ট নিয়ে। রাজনৈতিক মহলে তুমুল সমালোচিত হন তিনি। পরে ক্ষমা চেয়েও নেন তিনি। কিন্তু পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

আরও পড়ুন: করোনায় গৃহবন্দী মানুষ, সেরে গিয়েছে ওজোন স্তরের বিরাট ক্ষত, সুখবর দিল রাষ্ট্রসঙ্ঘ

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest