কলকাতা: দিল্লিতে পরিকল্পিত গণহত্যা হয়েছে। পরে তা সাম্প্রদায়িক হিংসার রূপ নেয়। নেতাজি ইন্ডোরে দলের নয়া ইভেন্ট প্রকাশের মঞ্চে এই ভাষাতেই দিল্লি নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে দিল্লি প্রসঙ্গে মমতা বলেন, “আমি মনে করি, দিল্লিতে যা ঘটেছে, তা প্ল্যানড জেনোসাইড। গণহত্যা। এখনও মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে। একেকটা নর্দমা খোলা হবে আর একেকটা লাশ বেরবে। আমি ধিক্কার জানাই। এতগুলো মানুষ, এতগুলো পরিবারের সঙ্গে ঘটে যাওয়ার ঘটনা দেখে আমনার হৃদয় ব্যথিত, শোকাহত।” এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় এক মিনিট নীরবতা পালন করেন।
আরও পড়ুন: ‘দিল্লির হিংসার জন্য আগে ক্ষমা চান’, অমিতকে পালটা তোপ অভিষেকের
এদিন মমতা আরও প্রশ্ন তুলে দেন, “দিল্লির পুলিশ তো কেন্দ্রের অধীনস্ত। সেখানে আধা সেনা মোতায়েন আছে, সেনাও আছে। তাহলে কীভাবে এত বড় হিংসার ঘটনা ঘটে গেল? আপনারা চুপ করে বসেছিলেন কেন? কেন সময়মতো ব্যবস্থা নেননি? তারপরও আপনারা ক্ষমা চাননি। অবিলম্বে দিল্লিবাসীর কাছে আপনাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এই হিংসা সম্পূর্ণভাবে স্টেট স্পনসর্ড। গুজরাট মডেল নিয়ে আসতে চাইছে দিল্লিতে।” এর সঙ্গে আটের দশকের শিখ দাঙ্গার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “কেন আমি একে জেনোসাইড বলছি, কারণ, পুলিশ দাঁড়িয়ে তা দেখছিল, বাধা দেয়নি। যদিও একজন পুলিশেরও মৃত্যু হয়েছে। আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।”
AITC Event launch at the Netaji Indoor Stadium | নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি ঘোষণা #BanglarGorboMamata #BGM #2
Posted by Mamata Banerjee on Sunday, 1 March 2020
অমিত শাহ কলকাতা সফরে এসে বলেছেন, পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে এবং কোনও ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে। এই কথার জবাব দিয়ে মমতা বলেন, ‘এ গুলো কী কথা? আমরা কী ভূমিপুত্র না? আপনারা ভূমিপুত্র না? NRC করে আমাদের কি তাড়িয়ে দেবে ভেবেছে? তিনি বলে গেলেন, বাংলা দখল করবেন। এখনও পর্যন্ত যে যে রাজ্য দখল করেছেন, সেখানে আর মানুষের কথা বলার অধিকার নেই। কাশ্মীর, ত্রিপুরা, উত্তরপ্রদেশ সব জায়গায় একই অবস্থা।’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী লড়াইয়ের সুর আরও চড়ান। বলেন, “এই স্বৈরাচারী শাসকদলকে বিদায় না দেওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে, আন্দোলন চলবে। কেউ থামবেন না।”
আরও পড়ুন: এবার ‘গোলি মারো’ স্লোগান কলকাতার বিজেপি কর্মীদের মুখে, উত্তেজনা রাজপথে
কলকাতায় অমিত শাহের সভায় ‘গোলি মারো’ স্লোগান নিয়েও রাজ্য যে কঠোর অবস্থান নিতে চলেছে, তা স্পষ্ট করে দেন তৃণমূল নেত্রী। স্পষ্ট ভাষায় বলেন, ‘এটা দিল্লি নয়, কলকাতা। গোলি মারো কথাটা বেআইনি, দানবিক। তাই যে বা যারা এটা বলেছে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজনকে ছাড়া হলে আরও অনেকে সাহস পায়। ওরা বলছে গদ্দারকে গোলি মারো। গদ্দার কে, তা তো ঠিক করে দেবে মানুষ। দিল্লিতে পরিকল্পিতভাবে গণহত্যা করা হয়েছে। সেই জন্যই এতগুলো লোক মারা যাওয়ার পরও এখনও সেই ইন্ধন জোগানো বিজেপি নেতাদের গ্রেফতার করা হল না।’
কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, লড়াইয়ের সময় মন শক্ত, কিন্তু মানুষের সঙ্গে মেশার সময় মন একেবারে নরম করে তুলতে হবে। এতটুকুও অহংকার থাকা চলবে না। হতে হবে নম্র এবং বিনয়ী।