Site icon The News Nest

বাইডেন এলে মার্কিনিদের উপর রাজত্ব করবে চিন, মন্তব্য ট্রাম্পের

trump biden

আমেরিকার তখত দখলের লড়াই শুরু হয়ে গিয়েছে। নিয়ম মেনে নভেম্বর মাসেই হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন (US Presidential Election)। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন (Joe Biden)।এবার নিজের প্রতিদ্বন্দ্বীকে কটাক্ষ করে ডোনাল্ড ট্রাম্প বললেন, ৩ নভেম্বর নির্বাচনে জিতে যদি জো বাইডেন ক্ষমতায় আসেন তাহলে চিনের কাছে তিনি আমেরিকাকে বিক্রি করে দেবেন।

ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের শেষ দিনের ভার্চুয়াল বৈঠকে ৭৭ বছর বয়সী জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন আনুষ্ঠানিকভাবে স্বীকার করে ঘোষণা করেন তিনি আগামী নির্বাচনে ৭৪ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পকে জোর টক্কর দেবেন।

আরও পড়ুন : ফেসবুক–বন্ধুকে বিয়ে করে পুরনো স্বামীর ওপর অত্যাচার, ঠিক যেন সিনেমা

প্রতিদ্বন্দ্বীর মন্তব্যের কড়া বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাইডেনের বক্তব্য শুধুই কথার কথা। আজ পর্যন্ত কোনও কথাই কাজে পরিণত করতে পারেননি। এখানেই শেষ নয়, কাল পেনসিলভেনিয়ায় বাইডেনের জন্মস্থানে ভোট-প্রচারে গিয়ে ট্রাম্প বলেন, ‘‘বাইডেন ভোটে জিতে ক্ষমতায় এলে, সেটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠবে গোটা দেশের কাছে।’’ আর দল হিসেবে ডেমোক্র্যাটদের বিঁধতে গিয়ে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘‘পঞ্চাশ বছর ধরে এই বাইডেনরাই মার্কিন নাগরিকদের বঞ্চিত করে সব চাকরি বেচে দিয়েছে বাইরের সব দেশের কাছে।’’

২০২০ কাউন্সিল ফর ন্যাশনাল পলিসি-র অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প তাঁর বক্তৃতায় বলেন, ‘সময় এসেছে ডেমোক্রেটিক পার্টির রাগ ও হিংসের রাজনীতিকে খারিজ করার। আমাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য নির্বাচন সামনে। এমন কোনও দল আমেরিকার নেতৃত্ব দিতে পারে না, যারা আমেরিকাকে ভাগ করতে এত সময় খরচ করে। গত রাতে জো বাইডেন ভাষণের সবচেয়ে বড় বিষয় কি ছিল জানেন? উনি যে সব বিষয়ে কোনও কথাই বললেন না। উনি আইন প্রনয়ণ নিয়ে কোনও উচ্যবাচ্য করলেন না। ডেমোক্রাটদের দখলে থাকা শহরগুলিতে আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে আনা নিয়েও কোনও মন্তব্য তিনি করেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তাঁর ভাষণে একবারের জন্যেও উঠে এল না চিন প্রসঙ্গ। একটা কথা বলে রাখছি… জো বাইডেন নির্বাচনে জিতে ক্ষমতায় এলে চিনে আমাদের শাসন করবে। এটা আমরা হতে দিতে পারি না। আপনারা ইন্টেলিজেন্স রিপোর্ট দেখেছেন। চিন ভীষণভাবে চায় যাতে ক্ষমতায় জো বাইডেন আসুন। তবে চিন যদি আমাকে ক্ষমতায় চাইত তাতে আমার অপমানই বেশি হত।’

আরও পড়ুন : বরাত পেতে পারে চিনা সংস্থা! ৪৪টি ‘বন্দে ভারত’ ট্রেন তৈরির টেন্ডার বাতিল কেন্দ্রের

Exit mobile version