ওয়েব ডেস্ক: লকডাউনে (Lockdown) বাবাড়িতেই জমিয়ে নেচে বিনোদন খুঁজে নিয়েছেন তৃণমূল সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁর নাচ মন ভালো করে দিচ্ছে অনুরাগীদেরও।
টিকটক ভিডিও বানানোর ক্ষেত্রেও জুড়ি মেলা ভার সাংসদ তথা টলি অভিনেত্রী নুসরতের। বাংলা সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা রয়েছে এই সাংসদ অভিনেত্রীর।বিভিন্ন অনুষ্ঠানে নিজের ভিডিও শেয়ার করে ইতিমধ্যেই তিনি জনপ্রিয়।লকডাউনের মধ্যে আবারও টিকটক ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন নুসরত। খোলা চুলে তার এই নাচ রীতিমতো আগুন জ্বালিয়েছে।
আরও পড়ুন: এই সপ্তাহেই অক্ষয় তৃতীয়া, লকডাউনের জেরে ভরসা অনলাইন বিক্রি
দেখে নিন ভিডিওটি…
@nusratchirps #Savage #savagechallenge #fyp let’s do it @mimichakraborty86 @srabantigintu my #savagegirls
♬ Savage – Megan Thee Stallion
যদিও এই প্রথমবার নয়, সময় পেলেই স্বামী নিখিলকে নিয়ে টিকটকে চলে আসেন অভিনেত্রী।ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই হৈচৈ শুরু করে গিয়েছে নেটদুনিয়ায়।এর আগে বিরিয়ানি, কেক বানিয়ে, সুন্দর করে সেজেগুজ সোশ্যালে ভাইরাল হয়েছিলেন নুসরত।
হাজারো ব্যস্ততার মধ্যেও নুসরত প্রায়ই টিকটক ভিডিও উপহার দেন অনুরাগীদের। সোশ্যালে তাঁর তৈরি সমস্ত ভিডিও সুপারহিট।
ভিডিও দেখে মনে হতেই পারে, ভালোই ছুটি উপভোগ করছেন নুসরত। তা কিন্তু নয়। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সাধারণের পাশেও দাঁড়াতে দেখা গেছে তাঁকে। বন্ধু সাংসদ মিমি চক্রবর্তীর মতো তিনিও স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেছেন সবাইকে।
আরও পড়ুন: ৩৩- এ পা দিলেন বরুন ধাওয়ান, বাড়িতেই জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন অভিনেতা