‘ইতিবাচক মানসিকতা নিয়ে আলোচনা করেছে ভারত-চিন’, তবুও রফা সূত্র নিয়ে ধোঁয়াশা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: খারাপ আবহাওয়ার জন্য প্রায় দুই ঘণ্টা পরে শুরু হয় আলোচনা। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে ভারত ও চিনের কম্যান্ডারদের মধ্যে আলোচনা হল লাদাখের অচলাবস্থা নিয়ে। চিনের মলডোয় এই বৈঠকের পর ফিরে আসেন ভারতীয় সামরিক দল। সরকারি ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, ইতিবাচক মানসিকতা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। 

ভারতীয় দলের নেতৃত্ব করছিলেন এলটি জেনারেল হরিন্দর সিং, যিনি ১৪ কর্পসের জেনারেল অফিসার কম্যান্ডিং। টিবেট মিলিটারি ডিস্ট্রিক্টের কম্যান্ডার ছিলেন চিনের দলের প্রধান। পিটিআই এক বরিষ্ঠ সামরিক অফিসারের সূত্রে জানতে পেরেছে যে ইতিবাচক পরিবেশে আলোচনা হয়। দুই দলের মানসিকতাই ইতিবাচক ছিল।

আরও পড়ুন: চিনের বিরুদ্ধে মুখ খোলায়, টুইটারের রোষে আমুল,নেট পাড়ায় কোলাহল

সকাল সাড়ে আটটায় আলোচনা শুরু হওয়ার কথা ছিল। খারাপ আবহাওয়ার জন্য প্রায় তিন ঘণ্টা বাদে শুরু হয় বৈঠক। ভারতীয় প্রতিনিধদলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় বলেই পিটিআই সূত্রের খবর। সরকারি ভাবে যদিও সেনা বা বিদেশমন্ত্রক, কেউই কিছু জানায়নি। 

এর আগে স্থানীয় কম্যান্ডারদের মধ্যে ১২ দফা কথা ও মেজর জেনারেল পদের অফিসারদের মধ্যে তিন দফা কথায় কোনও সমাধানসূত্র আসেনি। সেই কারণে এবার থ্রি স্টার জেনারেল- লিউট্যানেন্ট জেনারেল পর্যায় আলোচনা হল। 

ভারত-চীন সংঘাতের শুরুটা ছিল অতিমাত্রায় নাটকীয়। সেপ্টেম্বর ২০১৪, চিনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং এসেছেন আহমেদাবাদ সফরে, সঙ্গে আছেন সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে দুই নেতা সাবরমতী নদীতীরে দোলনায় বসে দোল খাচ্ছেন, ওদিকে এক হাজারেরও বেশি চিনা সৈনিক লাদাখ ও তিব্বতের দক্ষিণ সীমান্তে চুমার নামক একটি জায়গা দিয়ে ভারতে অনুপ্রবেশ করছে।

০১৭ সালে ডোকালাম সীমান্ত নিয়েও দুই দেশের মধ্যে উত্তেজনা প্রায় ৩ মাস ধরে চলেছিল। ১৯৬২ সালে চিনের সঙ্গে সামরিক সংঘাতেও জড়িয়ে পড়েছিল ভারত। এবার ফের সীমান্তবর্তী এলাকা নিয়ে সমস্যা তৈরি হওয়ায় তার সমাধান খুঁজতেই আজকেরএই ভারত-চিন বৈঠক।

আরও পড়ুন: ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে তাঁকে ধর্ষণ করেছেন পাক মন্ত্রী,অভিযোগ মার্কিন তরুণীর

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest