ওয়েব ডেস্ক: দোল মোটামুটি সবাই পুরনো জামাকাপড় পরেই খেলে৷ কিন্তু বন্ধুবান্ধবদের হুল্লোড়ে অনেক সময়ই ভাল জামাকাপড়েও রং, আবির লেগে যায়৷ সেই রং কোনওভাবেই ওঠে না৷ জেনে নিন পোশাক থেকে রং তোলার কিছু ঘরোয়া উপায়৷
প্রথমত, দোল খেলার পরই পোশাক কেচে ফেলুন৷ রেখে দিলে রং তোলা মুশকিল হবে৷ এক বালতি ঠান্ডা জলে আধ কাপ ভিনিগারের সঙ্গে ১ চা চামচ ডিটারজেন্ট মেশান৷ এই জলে ৩০ মিনিট জামা ভিজিয়ে রেখে তারপর কাচুন৷ রং তোলা সহজ হবে৷
আরও পড়ুন: Happy Holi 2020: দোল উৎসবকে আরও রঙিন করে তুলুন এই পাঁচটি অ্যাপ ব্যবহার করে
এছাড়া যে পদ্ধতি গুলো আপনার কাজে লাগতে পারে সেগুলো হল,
ভ্যানিশ লিকুইডের বোতলের গায়ে লেখা নির্দেশ অনুযায়ী আলাদা আলাদা ভাবে রং লাগা জামা কাপড় কাচুন৷ দেখবেন রং উঠে যাবে৷
যদি সাদা জামা পরে রং খেলে থাকেন তাহলে কাচার সবচেয়ে ভাল উপায় হল নন ক্লোরিন ব্লিচ৷ সাদা পোশাক গরম জলে নন ক্লোরিন ব্লিচ দিয়ে ভিজিয়ে রাখুন৷ কেচে শুকিয়ে নিন৷
আরও পড়ুন: Happy Holi 2020: রঙের হাত থেকে ফোনকে বাঁচাতে জেনে নিন কিছু স্মার্ট ট্রিকস
রং লাগা পোশাক সাবান জলে কাচার আগে অ্যালকোহলে ভিজিয়ে রাখুন৷ তারপর ঠান্ডা জলের তলায় ধরে ধুয়ে নিন৷ এবার সাবান জলে কাচুন৷
নরম ব্রিসলের কোনও টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিন৷ রং লাগা জামার ওপর ঘষতে থাকুন৷ রং উঠে গেলে কেচে নিন৷
মাথায় রাখুন আরও কয়েকটি বিষয়:
১) কখনোই ক্লোরিন আর আর নন ক্লোরিন ব্লিচ একসঙ্গে ব্যবহার করবেন না।
২)রঙের হালকা দাগ তুলতে লেবুর রস ও খুব উপকারী।
৩) দাগ তুলতে ব্যর্থ হলে নিয়ে যান ড্রাই ওয়াশে।