272 students rank in first ten positions in merit list of higher-secondary

HS Result 2022: রেকর্ড গড়ে প্রথম দশে ২৭২ জন, ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম কোচবিহারের অদিশা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০২২ সালের উচ্চমাধ্যমিকের (Higher Secondary 2022) ফলপ্রকাশিত হয়েছে। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। এক থেকে দশম স্থানে থাকা ছাত্রছাত্রীদের নাম ও স্কুল-সহ মেধাতালিকা প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই তালিকায় স্থান করে নিয়েছে মোট ২৭২ জন। এদের মধ্যে ছাত্রের সংখ্যা – ১৪৪, ছাত্রীর সংখ্যা ১২৮। সকলের প্রাপ্ত নম্বর ৯৫ শতাংশের বেশি। প্রথম স্থানাধিকারী কোচবিহারের (Cooch Behar) দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলের অদিশা দেবশর্মা। ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছে সে।

  • দ্বিতীয় – সায়নদীপ সামন্ত, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)। প্রাপ্ত  নম্বর ৪৯৭
  • তৃতীয় – রোহিন সেন,পাঠভবন (কলকাতা), সোহম দাস, হুগলি কলেজিয়েট স্কুল, অভীক দাস, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট (পূর্ব বর্ধমান), পরিচয় পারি, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)। প্রাপ্ত নম্বর ৪৯৬।
  • চতুর্থ –  ৮ জন। প্রাপ্ত নম্বর ৪৯৫
  • পঞ্চম – ১১ জন। প্রাপ্ত নম্বর ৪৯৪
  • ষষ্ঠ –  ৩২ জন। প্রাপ্ত নম্বর ৪৯৩

আরও পড়ুন: Congress: বান্ধবীর চুলের মুঠি ধরে পেটালেন বৌ, রাজনীতি থেকে সরলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

  • সপ্তম – ৩৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২
  • অষ্টম – ৫৫ জন। প্রাপ্ত নম্বর ৪৯১
  • নবম –  ৫৪ জন। প্রাপ্ত নম্বর ৪৯০
  • দশম –   ৬৯ জন, প্রাপ্ত নম্বর ৪৮৯

সাত জেলায় পাশের হার সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং এবং বাঁকুড়া রয়েছে প্রথম সাতে। এ বার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৮০ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৬.৫৮ শতাংশ।  ১০ দিন পর মিলবে মার্কশিট। আগামী ২০ জুন মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা

আরও পড়ুন: নূপুর শর্মা,শাবা নকভিসহ ১০ জনের বিরুদ্ধে এফআইআর করল অমিত শাহের পুলিশ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest