Site icon The News Nest

HS Result 2022: রেকর্ড গড়ে প্রথম দশে ২৭২ জন, ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম কোচবিহারের অদিশা

hs 1 2 scaled

২০২২ সালের উচ্চমাধ্যমিকের (Higher Secondary 2022) ফলপ্রকাশিত হয়েছে। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। এক থেকে দশম স্থানে থাকা ছাত্রছাত্রীদের নাম ও স্কুল-সহ মেধাতালিকা প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই তালিকায় স্থান করে নিয়েছে মোট ২৭২ জন। এদের মধ্যে ছাত্রের সংখ্যা – ১৪৪, ছাত্রীর সংখ্যা ১২৮। সকলের প্রাপ্ত নম্বর ৯৫ শতাংশের বেশি। প্রথম স্থানাধিকারী কোচবিহারের (Cooch Behar) দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলের অদিশা দেবশর্মা। ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছে সে।

আরও পড়ুন: Congress: বান্ধবীর চুলের মুঠি ধরে পেটালেন বৌ, রাজনীতি থেকে সরলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

সাত জেলায় পাশের হার সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং এবং বাঁকুড়া রয়েছে প্রথম সাতে। এ বার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৮০ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৬.৫৮ শতাংশ।  ১০ দিন পর মিলবে মার্কশিট। আগামী ২০ জুন মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা

আরও পড়ুন: নূপুর শর্মা,শাবা নকভিসহ ১০ জনের বিরুদ্ধে এফআইআর করল অমিত শাহের পুলিশ

 

Exit mobile version