Site icon The News Nest

২০ মাস পর খুলছে স্কুল! আজ থেকে অবশ্যই মেনে চলতে হবে এই নিয়মগুলি

school 111

করোনা (Coronavirus) কাল অতিক্রান্ত। আতঙ্ক কাটিয়ে, কোভিডবিধি মেনে প্রায় ২০ মাস পর ফের বাংলায় (West Bengal) সচল শিক্ষাপ্রতিষ্ঠান। হেমন্তের আলতো শিশিরের ছোঁয়া মেখে মঙ্গলবার থেকে খুলল স্কুল (Schools), কলেজ। সকাল থেকে শহর কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরগরম হয়ে উঠেছে পড়ুয়াদের উপস্থিতিতে।

স্কুলে  (WB Schools Reopening)ঢোকার আগে পড়ুয়া ও অভিভাবকদের যে নির্দেশ মাথায় রাখতে হবে:

পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মী নির্বিশেষে সকলের মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য কোভিড সংক্রান্ত স্বাস্থ্য বিধি মেনে চলা বাধ্যতামূলক।
ক্লাস শুরুর আধঘণ্টা আগে আসতে হবে পড়ুয়াদের।
নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১০ থেকে দুপুর ৩.৩০।
দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত
প্র্যাকটিক্যাল ক্লাসও শুরু হবে ১৬ নভেম্বর থেকেই।
স্কুলের করিডর, গেটে নির্দিষ্ট দূরত্ব মেনে গোল দাগ কেটে দিতে হবে!
স্কুলে আপাতত অভিভাবকরা প্রবেশ করতে পারবেন না!
স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়াই আংটি, বালা, হার-সহ
কোনও গয়না পরতে পারবেন না।
স্কুলে বসার ক্ষেত্রেও নির্দিষ্ট বিধি মানতে হবে। বেঞ্চে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না।
একটি বেঞ্চে দু’জন পড়ুয়া বসলে, তার পরের বেঞ্চে একজন পড়ুয়া বসতে পারবে।
স্কুলে,দেওয়া হবে না রান্না করা মিড ডে মিল।সেক্ষেত্রে, আগের মতোই বাড়িতে মিড ডে মিলের সরঞ্জাম দিয়ে দেওয়া হবে।
আপাতত স্কুলে কোনও খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।
সব সময় ক্লাসে উপস্থিত থাকবেন একজন শিক্ষক।
স্কুলে জাঙ্কফুড খাওয়া যাবে না।
দেওয়া-নেওয়া করা যাবে না, পানীয় জল বা বই।
পড়ুয়াদের হাতে স্যানিটাইজার স্প্রে করে তবেই ক্লাসে ঢোকানো হবে। থার্মাল গান দিয়ে পড়ুয়াদের শরীরের তাপমাত্র নিয়মিত পরীক্ষা করতে হবে। স্কুলের গেটেই শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকলে ভাল হয়। স্কুলের শ্রেণিকক্ষে কোভিড সংক্রান্ত স্বাস্থ্য বিধি টাঙিয়ে রাখতে হবে।
স্কুলের গেটে ভিড় করা চলবে না। স্কুলের বাইরে ৪-৫ ফুট দূরত্বে বৃত্ত এঁকে দিতে হবে। স্কুলে ঢোকার সময় ওই বৃত্তগুলিতে দাঁড়াবে। ক্লাস শুরুর আগে ১০ মিনিট করোনা সচেতনতার পাঠ দেওয়া হবে। খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান এখন হবে না।

Exit mobile version