সোমবার থেকে খুলছে Jadavpur university

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সোমবার,৪ জানুয়ারি থেকে খুলে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যলয় । বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। সামনের সোমবার থেকেই বিশ্ববিদ্যালয়ের সব অফিস, বিভাগ, স্কুল ও লাইব্রেরি খোলা থাকবে। তবে পঠনপাঠন কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে কোনও স্পষ্ট বার্তা নেই।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কাজের দিন সব বিভাগ চালু থাকবে। সপ্তাহে ৩ দিন করে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত স্বাভাবিক কাজের সময়ে অফিসে হাজির থাকবেন বলে রেজিস্ট্রারের তরফে দেওয়া ওই বিজ্ঞপ্তিটি জানাচ্ছে।

আরও পড়ুন: ২০২২ থেকে ছবি পিছু Akshay Kumar দর হাঁকবেন ১৩৫ কোটি!

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানই খুলে গিয়েছে। কেবল বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কয়েকটি ছাত্র সংগঠন ইতিমধ্যে দাবি তুলেছে, যাবতীয় করোনাবিধি মেনে সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পঠনপাঠন শুরু হোক। সেই দাবিই পূরণের পথে পদক্ষেপ করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বন্ধ প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়। পড়াশোনা হচ্ছে শুধু অনলাইনে। পরীক্ষাও নেওয়া হচ্ছে অনলাইনেই। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে স্পষ্ট কোনও দিশা পাওয়া যাচ্ছে না। তবে এরই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞপ্তি খানিকটা আশা জাগাচ্ছে পড়ুয়াদের মনে।

আরও পড়ুন: ‘সংবিধানে লাভ জিহাদের নিয়ে কোনও সংজ্ঞাই নেই, তা হলে কীসের ভিত্তিতে আইন ?’Owaisi-র সওয়ালে বাকহারা বিজেপি

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest