Site icon The News Nest

‘এই কমিশনকে বরখাস্ত করা উচিত’, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মন্তব্য ক্ষুব্ধ বিচারপতির

kolkata high court web e1591441755142

Upper Primary Teacher Recruitment মামলায় নয়া মোড়। মেধা তালিকায় বেনিয়মের অভিযোগ ওঠায় এবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তলব হাইকোর্টের। দুপুরের মধ্যে এজলাসে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পাশাপাশি শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে তলব করেছে কলকাতা হাইকোর্ট। মামলার ফাঁসে উচ্চপ্রাথমিক। উচ্চ প্রাথমিকের সাড়ে ১৪ হাজার শূন্যপদের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন:  সিধুকে দলে রাখতে মরিয়া Congress! দেওয়া হতে পারে প্রদেশ সভাপতির পদ

২১ জুন উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯ পদে নিয়োগের জন্য তালিকা প্রকাশ করে রাজ্য। সেই নিয়োগ তালিকাতেই অনিয়ম, দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। উচ্চ প্রাথমিকে নিয়োগ তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট তাদের দায়ের হওয়া মামলাতেই এদিন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আদালতের। মামলাকারীদের অভিযোগ ছিল, ইন্টারভিউয়ের তালিকায় মোট নম্বরের উল্লেখ নেই। আসলে সেখানে বেশি নম্বর পাওয়া অনেকের নাম বাদ দিয়ে কম নম্বর পাওয়া অনেক প্রার্থীকেই তালিকায় জায়গা দেওয়া হয়েছে। SSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জানিয়েছেন মামলাকারীরা। তাদের দাবি, প্রকাশিত তালিকা বাতিল করে অবিলম্বে নম্বর উল্লেখ করে নতুন তালিকা প্রকাশ করুক এসএসসি।

বার বার রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ আদালত। ক্ষুব্ধ বিচারপতির কড়া মন্তব্যের নিশানায় কমিশন। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, ‘কোন আধিকারিকরা কমিশন চালাচ্ছে? এমন কমিশন অবিলম্বে খারিজ করা উচিত। ২০১৯ অক্টোবরের নির্দেশ মানা হয়নি কেন? বার বার সুস্পষ্ট নির্দেশ সত্ত্বেও কেন মেধাতালিকায় বেনিয়ম? পাঁচ বছরে কমিশন নিয়োগ করতে পারেনি।’ প্রশ্নের মুখে পড়েন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ১৪ হাজার আপার প্রাইমারি শিক্ষক পুজোর মধ্যেই নেওয়া হবে। ১০ হাজার ৫০০ পার্শ্ব প্রাইমারি টিচার (Para Teachers Recruitment) পুজোর মধ্যেই নেওয়া হবে। ৭ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক মার্চের মধ্যে নিয়োগ করা হবে। সবমিলিয়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।

আরও পড়ুন: অবিলম্বে FIR দায়ের করুক পুলিশ, রাজ্যকে দিতে হবে রেশন-চিকিৎসা : হাইকোর্ট

Exit mobile version