CRPF Recruitment 2023: Central Reserve Police Force will recruit for the posts of Sub Inspector and Assistant Sub Inspector

CRPF Recruitment 2023: বেতন ৯২ হাজার পর্যন্ত, সাব ইনস্পেক্টর পদে চাকরির সুযোগ সিআরপিএফে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিআরপিএফ-এর ওয়েবসাইটে।  সাব ইনস্পেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর নেওয়া হবে। রেডিয়ো অপারেটর, ক্রিপ্টো, টেকনিক্যাল বিভাগে সাব ইনস্পেক্টর নেওয়া হবে। টেকনিক্যাল এবং ড্রাফটসম্যান বিভাগে অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর নেওয়া হবে। শূন্যপদ রয়েছে মোট 212।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। প্রার্থীরা আগামী 21 মে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হতে পারে 13 জুন। আর সেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ও 26 জুন।

সাব ইনস্পেক্টরের পদের জন্য আবেদনকারীর বয়স 30 বছরের মধ্যে এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পদের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আরও পড়ুন: TET 2022: তিন ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ৬ জেলায়, প্রায় সাত লাখ প্রার্থী দিচ্ছেন পরীক্ষা

রেডিয়ো অপারেটর বিভাগে সাব ইনস্পেক্টর পদের জন্য প্রার্থীর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক, পদার্থবিদ্যা অথবা কম্পিউটার সায়েন্স বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেক্ষেত্রে ক্রিপ্টো বিভাগের সাব ইনস্পেক্টর পদের আবেদনকারীদের অঙ্ক ও পদার্থবিদ্যা নিয়ে স্নাতক পাশ করতে হবে। একইভাবে বাকি পদগুলির জন্যে অন্যান্য যোগ্যতার মাপকাঠি ভিন্ন রয়েছে। সেক্ষেত্রে বিস্তারিতভাবে জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন। আবেদনের জন্য প্রার্থীদের কাছে ভারত/ নেপাল/ ভুটানের নাগরিকত্বের পরিচয়পত্র থাকা দরকার।

সংশ্লিষ্ট পদগুলিতে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে 35,400 থেকে 92,300 টাকা বেতন হতে পারে।  সাব ইনস্পেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীদের 200 টাকা এবং অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেকটর পদের জন্য আবেদনকারীদের আবেদন ফি হিসাবে দিতে হবে 100 টাকা।

আবেদন পদ্ধতি

প্রার্থীকে প্রথমে সিআরপিএফ-এর ওয়েবসাইটে যেতে হবে। এবার হোমপেজে ‘রিক্রুটমেন্ট’ বিভাগ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য মেনে প্রার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: Air India Recruitment 2023: এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসে চাকরি, 45 হাজার থেকে বেতন শুরু

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest