Site icon The News Nest

Central Government Jobs-মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি! কীভাবে আবেদন করবেন? জানুন

Job 759

মাধ্যমিক পাশের যোগ্যতায় কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। আবেদন করা যাবে পশ্চিমবঙ্গ থেকেও।

মাসে ১৮ থেকে ১৯ হাজার টাকা বেতন। সঙ্গে আরও বিভিন্ন সরকারি ভাতা দেওয়া হবে। সব মিলিয়ে ২০-২৫ হাজার দাঁড়াবে ইন-হ্যান্ড স্যালারি।

কোন পদে নিয়োগ?

গ্রুপ ‘সি’ পদে নিয়োগ করা হবে। নিম্নলিখিত পদে উত্তর এবং দক্ষিণ ASC সেন্টারে চাকরি দেওয়া হবে যোগ্য প্রার্থীদের।

১. সিভিল মোটরড্রাইভার (কেবল পুরুষ প্রার্থীদের জন্য)

২. ক্লিনার

৩. কুক

৪. সিভিলিয়ান ক্যাটারিং ইন্সট্রাক্টার

৫. লেবার (কেবল পুরুষ প্রার্থীদের জন্য)

৬. MTS (সাফাইওয়ালা)

মোট শূন্যপদ:

মোট ভ্যাকেন্সির সংখ্যা ৪০০।

বয়স:

নূন্যতম বয়স ১৮ বছর। বয়সের উর্ধসীমা ২৭ বছর। যদিও SC/ST এবং OBC প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:

নূন্যতম মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সিভিল মোটরড্রাইভার পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেই সঙ্গে নূন্যতম ২ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা চাই। অন্যদিকে বাকি পদেও কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: HS পাশেই Kolkata Municipal Corporation-এ মিলতে পারে চাকরির সুযোগ, জেনে নিন শর্ত

আবেদনের পদ্ধতি:

ফর্ম জোগাড় করতে হবে অনলাইনে। তবে, সেটি ভরে অফলাইনে পাঠাতে হবে।

ফর্মের ওয়েবসাইটের লিঙ্ক: ক্লিক করুন এইখানে

ফর্ম পাঠাবেন যে ঠিকানায়: The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (South) – 2 ATC, Agram Post, Bangalore -07

The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (North)

আবেদন ফি:

আবেদন ফি লাগবে না।

আবেদন পাঠানোর তারিখ:

আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১। তবে পোস্টে আবেদন পাঠানোর ক্ষেত্রে ৫ দিন আগে থাকতে, অর্থাত্ ১২ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন প্রেরণ করাই শ্রেয়।

আরও পড়ুন: কর্মী নিয়োগ করছে শিলিগুড়ি পুরনিগম, ৬ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ

Exit mobile version