For the first time guideline and syllabus published for Primary TET Exam

প্রাথমিক টেটে প্রথমবার সিলেবাস, মডেল প্রশ্নপত্র-সহ গাইডলাইন পর্ষদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টেটের পরীক্ষাটি আগামী ১১ ডিসেম্বর আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পর্ষদ। এগারো হাজারের উপর মোট শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও পর্ষদ জানিয়েছে, যার আবেদন প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে।

কোন পাঠ্যক্রমে হবে প্রাথমিক টেট? প্রশ্নপত্রের ধরন কী রকম হবে? কত নম্বর পেলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে? ২০২২ সালের প্রাথমিক টেট সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে জানিয়ে গাইডলাইন জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)।  বুধবার পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই তথ্য সম্বলিত গাইডলাইনটি।

প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, টেটের ইতিহাসে এই প্রথমবার এই ধরনের গাইডলাইন প্রকাশ করা হল। পর্ষদ সভাপতি গৌতম পালের কথায়, ‘‘পরীক্ষার পাঠ্যক্রম, নমুনা প্রশ্নপত্র এবং টেট সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য রয়েছে এই গাইডলাইনে। গোড়া থেকেই স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে টেটের ইতিহাসে এই প্রথমবার এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।’’

টেট-এ মোট ১৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। সময় দেওয়া হবে আড়াই ঘন্টা। দু’টি পেপারের উপর পরীক্ষা হয়। যার মধ্যে প্রথম পেপারের পরীক্ষাটি দিতে হবে যাঁরা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষকতা করতে চান। আবার দ্বিতীয় পেপারের পরীক্ষাটি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষকতা করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের দিতে হবে। পরীক্ষার্থীরা একই সঙ্গে দু’টি পেপারের পরীক্ষায় বসতে পারবেন না। দু’টি পেপারের প্রতিটিতেই ১৫০ নম্বরের অবজেক্টিভ (এমসিকিউ) প্রশ্নের উত্তর দিতে হয় পরীক্ষার্থীদের। প্রতিটি প্রশ্নে ১ নম্বর করে থাকবে। তবে উত্তর ভুল হলে কোনও নম্বর কাটা হবে না।

মোট পাঁচটি বিষয়ের উপর ১৫০টি প্রশ্ন থাকবে। তার মধ্যে ৩০টি প্রশ্ন শিশু বিকাশ ও শিক্ষাবিদ্যা (Child Development and Pedagogy) থেকে করা হবে। একইভাবে প্রথম ভাষা তথা বাংলা, হিন্দি, উড়িয়া, তেলেগু, নেপালি, সাঁওতালি বা উর্দু থেকে ৩০টি, দ্বিতীয় ভাষা ইংরেজি থেকে ৩০টি, গণিত থেকে ৩০টি এবং পরিবেশ বিজ্ঞান থেকে ৩০টি প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রের ধরন এবং মান কীরকম হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফে। যেমন, প্রথম ভাষার ক্ষেত্রে নির্বাচিত ভাষা মাধ্যমে পরীক্ষার্থীর দক্ষতা কতটা তা যাচাইয়ের দিকে নজর দিয়ে প্রশ্ন করা হবে। প্রতিটি বিষয়ের বিস্তারিত পাঠ্যক্রমও দেওয়া হয়েছে। প্রশ্নপত্র কেমন হবে, তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে একটা সম্যক ধারণা তৈরি করতে মডেল তথা নমুনা প্রশ্নপত্রও দেওয়া হয়েছে গাইডলাইনে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest