If you graduate, you can get a job in the Lok Sabha, apply today

Secretariat Recruitment 2021: স্নাতক হলেই মিলতে পারে লোকসভায় চাকরি, আজই আবেদন করুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কর্মী নিয়োগ করতে চলেছে লোকসভা সচিবালয় (Lok Sabha Secretariat)। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। এক বছরের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। দক্ষতার নিরিখে বাড়বে চুক্তির মেয়াদ। মনে রাখবেন কেবলমাত্র ভারতীয়রাই আবেদন করতে পারবেন।

কোন শূন্যপদে কত কর্মী নিয়োগ:
সোশ্যাল মিডিয়া মার্কেটিং (সিনিয়র কনসালট্যান্ট) – ১
সোশ্যাল মিডিয়া মার্কেটিং (জুনিয়র কনসালট্যান্ট) – ১
সিনিয়র কনটেন্ট রাইটার/মিডিয়া অ্যানালিস্ট (হিন্দি) – ১
জুনিয়র কনটেন্ট রাইটার (হিন্দি) – ১
জুনিয়র কনটেন্ট রাইটার (ইংলিশ) – ১
সোশ্যাল মিডিয়া মার্কেটিং (জুনিয়র অ্যাসোসিয়েট) – ৫
ম্যানেজার (ইভেন্টস) – ১

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (সিনিয়র কনসালট্যান্ট)
যোগ্যতা:

  • ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
  • ইঞ্জিনিয়ারিং, বিজনেস ম্যানেজমেন্ট, মার্কেটিং, সাংবাদিকতা, পাবলিক রিলেশন ও এই সংক্রান্ত কোনও ডিগ্রি থাকলে অগ্রাধিকার।

বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ৬৫ হাজার টাকা বেতন পাবেন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (জুনিয়ার কনসালট্যান্ট)
যোগ্যতা:
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে বিজনেস ম্যানেজমেন্ট, মার্কেটিং, সাংবাদিকতা, পাবলিক রিলেশন ও এই সংক্রান্ত কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীর।
বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

সিনিয়র কনটেন্ট রাইটার/মিডিয়া অ্যানালিস্ট (হিন্দি)
যোগ্যতা:
এই পদে আবেদনকারীর রাষ্ট্রবিজ্ঞান/সাংবাদিকতা/আইন/হিন্দিতে স্নাতক হলে আবেদন করতে হবে।
বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ৪৫ হাজার টাকা বেতন পাবেন।

জুনিয়র কনটেন্ট রাইটার (হিন্দি)
যোগ্যতা:
যে কোনও বিষয়ে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে হবে।
বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

জুনিয়র কনটেন্ট রাইটার (ইংলিশ)
যোগ্যতা:
যে কোনও বিষয়ে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে হবে।
বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (জুনিয়ার অ্যাসোসিয়েট)
যোগ্যতা:
যে কোনও বিষয়ে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে হবে।
বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন পাবেন।

ম্যানেজার (ইভেন্টস)
যোগ্যতা:
হোটেল ম্যানেজমেন্ট/ইভেন্ট ম্যানেজমেন্টে ডিগ্রি অথবা ৩ বছরের ডিপ্লোমা অথবা ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন পাবেন।

আবেদনের পদ্ধতি:
লোকসভার সরকারি ওয়েবসাইটের বিজ্ঞপ্তির ফরম্যাট অনুযায়ী আবেদন করতে পারেন। loksabhadocs.nic.in

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ-১, রুম নম্বর: ১৯, লোকসভা সচিবালয়, পার্লামেন্ট হাউস অ্যানেক্স, নিউ দিল্লি – ১১০০০১।

আবেদনের শেষ দিন:
আগামী ১১ অক্টোবরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest