Site icon The News Nest

Indian Railway Recruitment: ৯,০০০ শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন

indian railways

বড় সুযোগ এনেছে ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, রেলওয়ে টেকনিশিয়ান পদে মোট ৯ হাজার শূন্যপদ রয়েছে। রেলে যাঁরা চাকরি করতে চান তাঁরা কীভাবে আবেদন করবেন, তার বিস্তারিত তথ্যও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।  রেলওয়ে বোর্ড অনলাইন লিখিত পরীক্ষা এবং নথি যাচাই সংক্রান্ত অস্থায়ী তারিখগুলিও প্রকাশ করেছে। প্রার্থীদের বাছাই করা হবে অনলাইন লিখিত পরীক্ষার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার ভিত্তিতে।

আবেদনের যোগ্যতা— টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক/ আইটিআই/ সার্টিফিকেট/ সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে বয়স সীমা ১৮ থেকে ২৮ বছর।

বেতন—সপ্তম বেতন কমিশন অনুসারে, আরআরবি টেকনিশিয়ান পদের বেতন প্রতি মাসে ১৯,৯০০ টাকা। নিয়োগের পরে প্রার্থীরা সমস্ত খরচ সহ প্রতি মাসে ৩৮,০০০ টাকা পর্যন্ত পাবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞপ্তি প্রকাশ হবে ফেব্রুয়ারি মাসে এবং অনলাইন আবেদন জমা দেওয়া যাবে মার্চ-এপ্রিল মাস পর্যন্ত।

কীভাবে আবেদন করতে হবে?

ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে rrbcdg.gov.in

হোম পেজ খুললে সেখানে টেকনিশিয়ান রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে ‘Apply Online’ এ ক্লিক করতে হবে।

বিজ্ঞপ্তিতে ক্লিক করলেই পেজ খুলবে। সেখানে রেজিস্ট্রেশনের একটি অপশন থাকবে। এবার প্রার্থীকে সেখানে ঢুকতে হবে।

রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে একটি ফর্ম। যা খুব মনোযোগ দিয়ে পূরণ করতে হবে।

অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি ভরে সাবমিট করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত ব্যক্তিগত তথ্য সঠিকভাবে দিতে হবে।

ফটোগ্রাফ, সই-এর স্ক্যান কপি সহ মার্কশিট ও অন্যান্য জরুরি ডকুমেন্টসের স্ক্যান কপি আপলোড করতে হবে।

আবেদনের ফর্ম পূরণ হয়ে গেলে অনলাইনে ফি জমা করতে হবে। শেষে সাবমিট অপশানে ক্লিক করলেই জমা পড়বে ওই আবেদনপত্র।

আবেদনপত্র জমা হয়ে গেলে একটি নথি স্ক্রিনে ভেসে উঠবে যা প্রার্থীদের ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।

অ্যাপ্লিকেশন ফি—জেনারেল ক্যাটেগরির জন্য ৫০০ টাকা, তফসিলি জাতি ও উপজাতিদের জন্য ২৫০ টাকা, ওবিসিদের জন্য ২৫০ টাকা।

 

Exit mobile version